আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার ফল্গুধরায় বন্ধুত্বের নির্ঝর........



বন্ধু বন্ধুত্ব আর বন্ধুতা... সবই এক ছোট্র গোলকে ঘুরপাক খায় শরীর আর শরীরি বাসনায় কাছাকছি...ছুয়া ছুয়ি...সু্প্ত বা খুল্লম খুল্লা.. অনেকটাই কামজতার কাছাকছি। কারো কারো আবার শুধুই স্মৃতির ডালা খোলা হারানো ধন খঁজার মতো শৈশব, কৈশোর, যৌবন.. মাতাল করা স্মৃতি.... বন্ধুত্ব কর্পোরেট দৌড়ে হারানো হৃদ্যতার খোঁজ... কেমন যেন কাপড় বাচিয়ে সাহায্য করার মতো। হ্রদ্যিক সে স্পর্শ কোথায় না প্রকাশে না হৃদয়ে! আমরা এখনো ধনবান। এখনো হৃদয়ে আছে গভীর টান.. অসহায় নিরন্ন দুখী মানুষের পাশে.. প্রফেশনাল বন্ধুতা এনজিও ছাড়াও এখনো অঢেল হৃদয়ের ছড়াছড়ি চেনা অচেনা আপন পর মানুষ জীব এখনো বয় নহর ভালবাসার ফল্গুধরায় বন্ধুত্বের নির্ঝর........ আজ বন্ধু দিবসে এসো বন্ধু করি- শান্তির আহবান এসো সেই বিপ ন্ন শিশুটির জন্য গড়ি বিশ্বমত এসো বন্ধু বন্ধু হয়ে দাড়াই আর্ত মানবতার পাশে এসো বন্ধু মোহমুক্ত হই অনাবিল বন্ধুত্বের হাতছানি লয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.