আমাদের কথা খুঁজে নিন

   

দুটি শব্দের ব্যবহারিক অর্থ বদলে গেছে



দুটি শব্দকে নিয়ে অনেকদিন আমি ভেবে আসছি ডিকশনারীতে শব্দ দুটির অর্থ মহৎ আর উদারভেজা আন্তরিক তার মধ্যে একটি নেতৃত্বের সাথে সম্পর্কিত আরেকটি আমাদের রক্তের সাথে মেশা পারিবারিক কিন্তু শব্দ দুটি প্রক্ষেপনে এর মূল অর্থ বদলে গেছে। আমাদের পুঁজি বাজারে শব্দ দুটির ব্যবহার এখন অপরিহার্য। যেমন আল্লাহ ভগবান ইশ্বরে থাকে অপার লীলার অপেক্ষা মর্ত্যলোকের বিচিত্র চাওয়া পাওয়ায় উক্ত শব্দ দুটি খুব সাহায্যকারী শব্দ দুটির উচ্চারনের জন্য মহরা দিতে হয় বাথরুমে অথবা নিরিবিলি যেমন মহরা শেষে কামরুজ্জামান একটা ফোন করে ‍‍"ভাইজান আমার কথা মনে আছেতো, একটু দেইখেন আরকি" যেমন মানে না জানা যিন্নাহ চৌধুরী বলে অফিসে অফিসে " ইয়েস বস ব ব ব ইয়েস বস ইয়েস বস" আর তিনি বড়ই সুখ অনুভব করেন আহ..................এতদিনে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।