প্রথম আলো ব্লগ থেকে সংগৃহীত
ধন্যবাদ জ্ঞাপন তেীহিদ বাংগালী
পর্ণ সাইট বন্ধে Anti-Porn সফটওয়্যার ছাড়লো ‘বাংলাদেশ সাইবার আর্মি’
বর্তমানে আমাদের দেশে ইভটিজিং নামের একটি শব্দ অনেক বেশি শোনা যাচ্ছে। এর জন্য আমরা কত খানি দায়ী তা হয়তো পরিষ্কার ভাবে জানা যাবে না। তবে ইভটিজিং এর জন্য আমরা কত টুকু দায়ী তা সঠিক ভাবে বলতে না পারলেও আমাদের দেশের টিনএজ ছেলেদের মাঝে এ সমস্য প্রায়ই দেখা যায়। আর এই সমস্যার অন্যতম প্রধান উৎস হচ্ছে পর্ণ। আজ আমাদের দেশের এর প্রভাব ব্যাপক ভাবে দেখা যাচ্ছে।
ধ্বংসের মুখে আজ আমাদের এই তরুন সমাজ। পর্ণ নেশায় জড়িত এ সব তরুন-তরুনিদের মূল্যবোধ প্রায় ৭০ ভাগই নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষায় প্রায় প্রাথমিক স্তরেই। আপনি একবার আপনার মনকে প্রশ্ন করুন, ভাবুন আপনারই ছোট কোন আদরের ভাই বা বোন যদি আপনারই চোখের সমনে নষ্ট হয়ে যায়, সে মুহূর্তে আপনার অনুভূতি কেমনটি হবে। সমাজে যখন আপনারই সেই ভাই বা বোন যখন কীটের মতন অপদার্থ, নষ্টা এবং লজ্জাকর ভাবে জীবন যাপন করবে তখন আপনার কেমন লাগবে। কিন্তু সেই সময় হয়তো তাকে এই জীবন থেকে ফিরিয়ে আনাও সম্ভব হবে না।
বাংলাদেশের তরুন-তরুনিদের এই দূরাবস্থার এভাবে আর একটুকুও বাড়তে দেয়া যাবে না। এজন্য আপনাকেই নিজের এবং অন্যায়েরর প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হব। আর এই প্রতিরোধের কথা বিবেচনা করে আমাদের “বাংলাদেশ সাইবার আর্মি” এবং আমি আলমাস এক হয়ে তৈরি করেছি বাংলাদেশের প্রথম ফ্রী এন্টি পর্ণ সফটওয়্যার BDAnti-Porn v1.0.0.0 প্রায় ৬০০+ ইন্টারন্যাসনাল ও বাংলাদেশী পর্ণ এর সাথে সংশ্লিষ্ট ওয়েব সাইট, চ্যাট সাইট, ইমেজ ও ভিডিও সাইট মাত্র এক ক্লিকে বন্ধ করতে পারবে এই BDAnti-Porn v1.0.0
http://www.mediafire.com/?devmdk5w99fc69a
সফটওয়্যারটি ডাউনলোড করার পর BDAnti-Porn v1.0.0.exe তে ক্লিক করুন এবং SN.txt ফাইল থেকে ফ্রী পাসওয়ার্ডটি দিয়ে OK করুন এবং আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। এর পর আপনার কম্পিউটারের যেকোন ব্লাউজার থেকে BDAnti-Porn এর ডাটাবেজে থাকা কোন প্রকার পর্ণ সাইট ভিজিট করা যাবে না।
এছাড়া আরেকটি দারুন সফটওয়্যার হচ্ছে
k9 web protection.
এর মাধ্যমে পর্ণ সাইটগুলু ছাড়াও বিভিন্ন এড ব্লক করে দিতে পারবেন এবং যেসব সাইটে ভাইরাস বা স্পাইওয়ার থাকে ওইসব সাইট ব্লক করে দিতে পারবেন।
এক্ষেত্রে k9 web protection এর সাইটে ঢুকে ছোট্ট একটি সফটওয়্যার ডাওনলোড করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করলে একটা লাইসেন্স কি পাবেন যেটা ইন্সটল করার সময় লাগবে। আপনার ইচ্ছামত পাসওয়ার্ড দিয়ে যে কোন সাইট ব্লক করে রাখতে পারবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।