গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
সবাই কেমন সেজে গুজে
স্কুলে যায় ব্যাগ নিয়ে
কবে যে ছাই বয়স হবে
হবো বড়ো লাফিয়ে
ওরেব্বাবা পড়া তো নয়
ক্লাসের উপর কেবল ক্লাস
প্রাইমারীটা পার হতে শেষ
পাঁচশ কুড়ি দুধের গ্লাস
পাটিগণিত, বীজগণিত
আরও আছে জ্যামিতি
জ্ঞান বিজ্ঞান ভুগোল
নিয়ে না জানি কি দূর্গতি
অনেক খানি টেনে টুনে
স্কুলটা যাও হলো পার
কলেজেতে পাখনা গজায়
চারদিকে এ কি কারবার!
রসায়নের শুস্ক রসে
পদার্থ কি আর ঠিক থাকে
স্হিতি আর গতির টানে
আগাগোড়াই বিপাকে
গতির টানে কলেজজীবন
সেটাও গেলাম পেরিয়ে
খাইছে এবার ভর্তিযুদ্ধ
কোথায় এলাম বেরিয়ে!
ভার্সিটিতে রঙের মেলা
মনটা করে খলবল
যাকে দেখি ভালো লাগে
চিত্ত সদাই চন্চল
আদম কে মানতে গিয়ে
অনেক করে চেষ্টায়
প্রেম নামক ফলটা খেলাম
বুক ভরা তেষ্টায়
প্রেম প্রেম গাড়িখানা
চলতে চলতে শেষে
দিল্লী মেইড লাড্ডুটাকে
খেলাম অবশেষে
এক এক করে কাটছে লেজ
দিচ্ছিনা কান বারনে
মজার মজার অতীতগুলো
হারাচ্ছে কোন্ কারণে...
ছবি কৃতজ্ঞতা
(যারা এখনো আইস এজ ছবিটি দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইলো)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।