প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কাকা ছবিতে সামনের দিকে হাটছিলো। সামনের দিকে হাঁটারত অবস্থায় কাউকে পেছনে গুঁতো মারা সম্ভব না। যে লোকটি দৌড়ে আসছিলো, সেও সম্ভবত কাকাকে দেখেনি। ফলে কাকার কাছে আসতেই (যদি লোকটা অভিনয় না করে) কাকা কনুইয়ের সাথে লোকটার মুখ বাড়ি খেয়েছে।
১ জন লোক তার নিজের জায়গায় দাঁড়িয়ে তার সামনে ঘুষি মারলে এবং তার সামনে কেউ থাকলে সেই ঘুষি সামনের জনের মুখে লাগবে ও সামনের জন সামান্য ব্যাথা পাবে।
১ জন লোক তার নিজের জায়গা থেকে ১ পা সামনে গিয়ে তার সামনে ঘুষি মারলে এবং তার সামনে কেউ থাকলে সেই ঘুষি সামনের জনের মুখে লাগবে ও সামনের জন অনেক ব্যাথা পাবে।
১ জন লোক তার নিজের জায়গা থেকে ১ পা পেছনে গিয়ে তার সামনে ঘুষি মারলে এবং তার সামনে কেউ থাকলে সেই ঘুষি সামনের জনের মুখে সামান্য লাগলেও সামনের লোকের ব্যাথা পাওয়ার কথা না।
কাকার হাতকে একটি পিলার ধরা যাক ও খেলোয়াড়টিকে গাড়ি ধরা যাক।
একটা পিলার (কাকার হাত) দাড়িয়ে আছে, একটা গাড়ি (আইভরি কোস্টের খেলোয়াড়) ছুটে এসে পিলারের (কাকার হাতের) সাথে ধাক্কা খেলে যা হয়, খুব সম্ভবত তাই হয়েছে।
সর্বশেষ: "কাকা'র দৃষ্টি ছিলো সামনের দিকে (লোকটার দিকে ছিলো না)। লোকটি দৌড় দিয়ে যখন কাকা'র দিকে আসছিলো, তখন লোকটির দৃষ্টিও কাকা'র দিকে ছিলো না, ফলে সংঘর্ষ হয়েছে। রেফারী স্টিফেন লেনয় কাকাকে বিনা কারণে কাকাকে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখিয়েছেন যা একটি বড় রকমের ভুল। এই কারণে রেফারীর শাস্তিও হতে পারে। "
- খবর: ইয়াহু
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।