আমাদের কথা খুঁজে নিন

   

পাসপোর্ট সাইজের ছবি ফোর আর (4R) সাইজে প্রিন্ট - অনলাইন টুল



ছাত্রজীবন অথবা বেকার জীবনের অভিজ্ঞতা সম্পন্ন লোকেরা ভালো বুঝতে পারবেন কম খরচে পাসপোর্ট সাইজের ছবি কতটা প্রয়োজনীয়। অনেকেই হয়তো জেনে থাকবেন, এডব ফটোশপে একসাথে ৮টা পাসপোর্ট সাইজের ছবি একটি ফোর আর (4R) সাইজের ছবিতে নেয়া যায়। কিন্তু অনেকেরই আমার মতো এডব ফটোশপে একাজটা করা সম্ভব নয়। তাদের জন্য রয়েছে দারুন কাজের একটি ওয়েব টুল। যেখানে শুধু পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি আপলোড করে, সাইজ এডজাষ্ট করুন। নির্ধারিত সময় অপেক্ষা করে ডাউনলোড করে নিন ৮টা পাসপোর্ট সাইজের ছবি একটি ফোর আর (4R) সাইজের ছবিতে। চাইলে ফোর আর (4R) সাইজের বদলে নির্ধারিত অন্য সাইজেও করা যায়। ভীষন প্রয়োজনীয় সাইটে চাইলেই ঘুরে আসতে পারেন নিচের লিংকে ক্লিক করে। http://www.idphoto4you.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.