আমাদের কথা খুঁজে নিন

   

গোত্র সমাবেশ



এর আগে মীন সম্প্রদায় যে সমাবেশের আয়োজন করেছিল,আমি ছিলাম তার নীরব দর্শক। সবটুকু কৃষি সভ্যতার খতিয়ান প্রকাশিত হবার আগে,এই নগরে আমার পিতামহ ছিলেন মৃত্তিকাবাহক ।তাঁর পায়ের খড়ম আর হাতের লাঠি দিয়ে যায় সাক্ষ্যসনদ। তেইশ শতকে যে তুমি, করবে আবার আমাদের গোত্র সমাবেশ, আমি তার জন্যই রেখে যাচ্ছি আমার বিনীত পংক্তিমালা।একটি কলম সংরক্ষিত রেখে যাবো ,একটি হলুদ পাতায় এঁকে যাবো পুঁজিসন্ত্রাসের বর্তমান চালচিত্র। তুমি সে কান্নাগুলো অনাগত মানুষের কাছে পৌঁছে দিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।