আমি মানুষ না অণুজীব কইতাম পারতাছিনা। আমার লেখাটি হয়তো বার্সেলোনা সমর্থকদের ভাল নাও লাগতে পারে, তাই আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। । ।
স্বপ্ন বিলাসী কাজী সালাউদ্দিন ফুটবলে স্বপ্ন ফেরি করছেন অনকেদিন ধরেই।
কখনও কখনও স্বপ্ন সত্যিও হচ্ছে। তার একটি প্রকৃষ্ঠ উদাহরণ লিওনেল মেসিরা খেলে গেছেন ঢাকায়। বাফুফে সভাপতির উদ্যোগে দুই বিদেশি জাতীয় ফুটবল দল আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ২০১০ সালের সেপ্টেম্বরে ঢাকায় ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ খেলে গেছে আর্জেন্টিনা জাতীয় দল। ইতিহাস গড়া সেই ম্যাচে নাইজেরিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল লিওনেল মেসি, ডি মারিয়া, হিগুয়েন ও অ্যাগুয়েরোদের দল।
তারই ধারাবাহিকতায় এবার ঢাকায় আসতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা, সবকিছু ঠিক থাকলে এবছর আগস্ট মাসেই ঢাকা আসতে পারে স্প্যানিশ ক্লাবটি। যার জন্য ক্লাবটি বাফুফের কাছে দাবি করেছে মাত্র ৩ মিলিয়ন ইউরো বা ৩০ কোটি টাকা। ক্লাবটির জন্য এই টাকা যৎসামান্য হলেও আমাদের জন্য সেটি বিশাল
এই শেষ নয়, খেলাটির আয়োজন করতে খরচ হতে পারে আরও ১০ কোটি টাকা। তাছাড়া বার্সেলোনাতো ঢাকায় কুতকুত খেলতে আসবেনা, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ভালো মানের দল দরকার। বাংলাদেশের কোন ক্লাব এমনকি খোদ জাতীয় দলও প্রতিদ্বন্দ্বিতার 'প' পর্যন্ত গড়তে পারবেনা।
তাই ভালো মানের আরেকটা দল আনতে খরচ হইতে পারে আরও ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৫৫-৬০ কোটি টাকার দরকার।
তবুও আমি খুশি দেশে মেসি, জাভিদের মত খেলয়ারদের দেখতে পারব। কিন্তু মাত্র ১ টি ম্যাচের জন্য ৫৫-৬০ কোটি টাকা আমাদের মত গরিব দেশের খরচ করা আমার কাছে অযৌক্তিক মনে হয়। মাত্র ১ টি ম্যাচের জন্য যদি এই বিপুল পরিমান টাকা খরচ না করে বিদেশ থেকে ভাল মানের কোচ আনা হয় তবে কি সেটা দেশের ফুটবলের জন্য মঙ্গলজনক নয়?
এই রকম বাজেট যদি তৃনমূল পর্যায়ে ব্যয় করা হয় তবে কি দেশে মেসি, জাভি, ইনিয়েস্তা দের মত খেলয়ার তৈরি করা যাবেনা? দেশের ফুটবল কি ফিরে যাবার আশা করতে পারেনা সেই ৮০'র দশকে? বাফুফে কর্তাদের বলছি, আপানারা এই রকম বিলাসিতার স্বপ্ন না দেখে ফুটবলার তৈরিতে মনোযোগ দিলে কি দেশ মেসিদের মত ফুটবলার পেতনা? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।