আমাদের কথা খুঁজে নিন

   

বার্সেলোনা [স্পেন]

বার্সেলোনা। এই ক্লাব সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই। হালের ফুটবলপ্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় একটি ক্লাব। সাম্প্রতিককালে ফুটবল জাদুকর লিওনেল মেসির কল্যাণে

ছোট-বড় সবার কাছে পরিচিত এ ক্লাবটি। এটি কাতালান নামেও পরিচিত।

আয়ের দিক দিয়ে এর অবস্থান রিয়ালের পর। বাৎসরিক আয় প্রায় ৪ হাজার ৯৫০ কোটি টাকা। ক্লাবটি বার্সা নামে পরিচিত, একটি কাতালান ফুটবল দল, যার অবস্থান স্পেনের বার্সেলোনা শহরে। জোয়ান গ্যাম্পার নামক এক ভদ্রলোকের নেতৃত্বে ১৮৯৯ সালে এক দল সুইস, ইংরেজ ও কাতালান নাগরিক দলটি প্রতিষ্ঠা করেন। দলটি এক সময় কাতালান প্রতিষ্ঠানে পরিণত হয় যার মূলমন্ত্র হলো ‘MÍs que un club’ (একটি দলের চেয়েও বেশি)।

এ ছাড়া ক্লাবের একটি অফিসায়াল থিম সংগীতও রয়েছে যার শিরোনাম 'কান্ত দেল বার্সা'। রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও দলের সঙ্গে একত্রে ১৯২৮ সালে তারা লা লিগা প্রতিষ্ঠা করে। এরপর থেকে তাদের কখনো প্রিমিয়ার ডিভিশন বা শীর্ষ বিভাগ থেকে নিচের বিভাগে অবনমন ঘটেনি। এ দলটি স্পেনের প্রথম লা লিগা চ্যাম্পিয়ন। ক্লাবের প্রধান

স্টেডিয়াম 'ক্যাম্প ন্যু', যার অর্থ 'নতুন মাঠ'।

এই নামটি সমর্থকদের

দেওয়া। বার্সেলোনার সমর্থকরা 'কিউলার্স' বা 'কিউলেস' নামে পরিচিত।

এ ছাড়া তারা 'বার্সেলোনিস্তা' নামেও পরিচিত। সমর্থকরাই দলটির সবকিছু। মূলত তারাই দলটিকে চালিয়ে থাকেন।

রিয়াল মাদ্রিদের সঙ্গে এই

দলটির দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। দল দুটির মধ্যকার খেলা 'এল ক্ল্যাসিকো' নামে পরিচিত। বার্সেলোনা বর্তমানে কোপা দেলরে চ্যাম্পিয়ন। এখন পর্যন্ত দলটি ২১টি লা লিগা, ২৬টি কোপা দেলরে, ১০টি স্পেনীয় সুপার কোপা, ৩টি কোপা ইভা দুয়ার্তে, ২টি কোপা

দি লা লিগা শিরোপা জিতেছে। আন্তর্জাতিক শিরোপার মধ্যে

৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি উয়েফা কাপ উইনার্স কাপ, ৪টি উয়েফা সুপার কাপ, ৩টি ইন্টার-সিটিজ ফেয়ারস কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে।

২০০৯ সালে বার্সেলোনা প্রথম স্পেনীয় ক্লাব হিসেবে ট্রেবল শিরোপা জয় করে এবং এক বছরে সর্বোচ্চ সম্ভব ছয়টি শিরোপার সবকটি জিতে রেকর্ড গড়ে। এ দলের হয়ে খেলেছেন ম্যারাডোনা, রোনালদিনহোর মতো মাঠ কাঁপানো তারকারা। আর তাদেরই

ধারাবাহিকতায় এখন মাঠ কাঁপাচ্ছেন লিওনেল মেসি ও নেইমার।

 

এক নজরে আয়

টিকিট : ১১৯২ কোটি টাকা

সম্প্রচার স্বত্ব : ১৮৪২ কোটি ৬৫ লাখ টাকা

বিজ্ঞাপন : ১৯১৫ কোটি টাকা * [২০১১-১২]

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.