নিয়মিত ফুটবলারদের ইনজুরির পরও এতদিন খুব একটা সমস্যায় পড়তে হয়নি জেরার্ডো মার্টিনোকে। তবে শেষ রক্ষা আর হলো কই! অপরাজিত থাকার ধারাতে ছেদ পড়লই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা মিলে মৌসুমে প্রথম পরাজয়ের মুখে পড়ল কাতালানরা। গত মঙ্গলবার তারা ডাচ ক্লাব আয়াঙ্রে কাছে হেরে গেছে ২-১ গোলে। অথচ আয়াঙ্কে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় খেলতে হয়েছে ১০ জন ফুটবলার নিয়ে! এমন বিস্ময়ের সৃষ্টি করেছে সুইস ক্লাব ব্যাসেলও।
চেলসিকে আরও একবার পরাজয়ের লজ্জা উপহার দিয়েছে সুইসরা। গত মঙ্গলবার নিজেদের মাঠে মরিনহোর দলকে তারা ১-০ গোলে হারিয়েছে।
বার্সেলোনা এবং চেলসির ছন্দ-পতনের রাতে জয় পেয়েছে গতবারের রানার্সআপ বুরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল এবং এসি মিলান। এইচ গ্রুপে স্কটিশ ক্লাব সেলটিককে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল এসি মিলান। ৫ ম্যাচের তাদের অর্জন ৮ পয়েন্ট।
এই গ্রুপে বার্সেলোনা ১০ পয়েন্ট নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে বার্সেলোনাকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আয়াঙ্ এসি মিলানের জন্য হুমকি হয়েই দেখা দিয়েছে। এফ গ্রুপে নেপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বুরুসিয়া ডর্টমুন্ড। এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল জার্মানরা। সমান পয়েন্ট রয়েছে নেপোলিরও।
আর্সেনাল এই গ্রুপে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। গত মঙ্গলবার গানাররা এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছে অলিম্পিক মার্সেইকে। ই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে চেলসি। মরিনহোর শিষ্যরা ব্যাসেলের কাছে ১-০ গোলে হারলেও ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে। শালকে-বুখারেস্ট ম্যাচ গোল শূন্য ড্র হওয়াতেই এই সুযোগ পেয়েছে মরিনহোর দল।
২৫ ম্যাচ পর পরাজয় স্বীকার করল বার্সেলোনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।