বেলারুশের এই টেনিসকন্যা মনে করেন, শিরোপা জিততে হলে তাকে হারাতে হবে ইতিহাসের 'সেরা' খেলোয়াড়কে।
“সে দারুণ খেলোয়াড়, সর্বকালের সেরা। এটা চমৎকার একটা সুযোগ। এমন একটা কিছু যার স্বপ্ন প্রত্যেক খেলোয়াড় দেখে, বিশ্বের সেরা খেলোয়াড়ের বিপক্ষে ইউএস ওপেনের ফাইনাল খেলা। ”
“এই ব্যাপারটাতে আমি রোমাঞ্চিত।
খেলার জন্যে আমার আর তর সইছে না” যোগ করেন ২৪ বছর বয়সী আজারেঙ্কা।
র্যাঙ্কিংয়ের এক নম্বর সেরেনার সামনে আছে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেনের শিরোপা জয়ের রেকর্ড। ২৬ সেপ্টেম্বর ৩২ বছর পূর্ণ করবেন তিনি। টেনিসের পেশাদারিত্বের যুগে এত বেশি বয়সে ইউএস ওপেন জেতেনি কোনো নারী খেলোয়াড়।
এর আগে চারবার ইউএস ওপেন জিতেছিলেন সেরেনা।
১৭টি গ্র্যান্ড স্লাম জেতার পথে পঞ্চম শিরোপাটি পেতে কঠিন লড়াই যে করতে হবে তা জানেন উইলিয়ামস পরিবারের ছোট বোন।
“যখন সে (আজারেঙ্কা) আমার বিপক্ষে খেলে, তখন সে তার সেরাটাই খেলে, আজ পর্যন্ত তাই হয়ে আসছে। অন্য খেলোয়াড়দের বিপক্ষে তার খেলা আমি দেখেছি, তবে তার বিপক্ষে যখন আমি খেলি তখন সম্পূর্ণ ভিন্ন এক খেলোয়াড়কে দেখি। ফাইনালে সে তার সেরা খেলাটাই খেলবে। ”
১৬ বছর পর একই বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জয়ের কৃতিত্ব গড়ার হাতছানি দ্বিতীয় বাছাই আজারেঙ্কার সামনে।
১৯৯৭ সালে শেষ এই কৃতিত্ব গড়েছিলেন সাবেক সুইস তারকা মার্টিনা হিঙ্গিস।
অবশ্য সেরেনার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অস্ট্রেলিয়ান ওপেনের টানা দুবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কার আত্মবিশ্বাসে ঘাটতি ঘটাতে পারে। এ পর্যন্ত ১৫ বারের দেখায় ১২-৩ এ এগিয়ে আছেন সেরেনা।
তবে শেষ তিনটি ম্যাচের মধ্যে হার্ডকোর্টের দোহা ও সিনসিনাটির ফাইনালে জিতেছিলেন আজারেঙ্কাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।