আমাদের কথা খুঁজে নিন

   

ইংলিশ কবিতা লিখন মানা: তাই লিংক দিলাম! উদাসীর আরেক আকাম!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

এই খানে ইংলিশ কবিতা লিখতে মানা। আমার আবার ভাব আইলে ইংলিশ বাংলা চোইঙ্গা বইঙ্গা কিছু বুঝি না, লিখা যাই মন খুইলা। মাঝে মাঝে আজাইরা, মাঝে মাঝে ছ্যাবলামী। আমার বন্ধু বান্ধবরা মেলা বিরক্ত, কারন তারা আমার কবিতার তাল খুইজা পায় না, তারা পাইবো কেমনে আমি নিজেই খুইজা পাইনা অবশ্য এর কারন হইলো আমি তাল গাছ লাগাই নাই। তাল গাছ লাগাইলে হয়তো এই গুলানের তাল খুইজা পাইতো। মাগার বৈদেশীরা দেখি ভালোই কয়। মনে হয় আমারে পাম মারছে! দেখেন ওগো পাম খাইতেও ভালা লাগে! ১)worthless expression ২) Our relation breathing last! পুরাই ফাউল আকাম! তাই শেয়ার করলাম! সাহিত্যিকরা আমারে মোটেও ভালা পায় না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.