আমাদের কথা খুঁজে নিন

   

লোকালটক (নার্ভাস৯০) মশায়ের কাছে প্রশ্ন



ফারুক ওয়াসিফ সাহেবরে আপনে প্রশ্ন করার পর এইটা আমার মাথায় আসছে। ফাকে বলে নেই এইটা আমার আসল নাম না। যেহেতু আপনে নকল নাম নিয়াই গলাবাজি করেই যাচ্ছেন, তাই আমিও সেই তরিকা নিলাম। আপনার কাছে প্রশ্ন করার আগে কারণটা বলি। সচলায়তন ব্লক(!?) করার পরে আপনি কুত্তা পাগল হয়ে তাদের পেছনে লেগেছেন। অবশ্য আগেও তাদের পেছনেই ছিলেন। কিন্তু তাদের দুৰসময়ে আপনার এহেন লাগাবাজিতে অনেকেই বলতেছেন, একান্ত ব্যাক্তিগত লাগাবাজি ছাড়া আপনার এই গর্মির আর কোন কারণ খুজে পাওয়া যাচ্ছে না। সেইজন্য এই প্রশ্নbr /> সচল আপনারে কোন নামে এক্সস দেয় নাই? কেমন জোরে আপনারে লাথি দিয়েছিল? যে লাথির চোটে আপনি এখনও তড়পাচ্ছেন আর নির্লজ্জের মত তাদের পেছনে লাগাবাজি করে যাচ্ছেন। এইখানে উল্লেখ থাকা আবশ্যক যে, জামাল ভাস্কর ও নয়া ব্লগার সুমন রহমান ( ইনি আমগো সামু ব্লগে কি ছিলেন? চিনিনা, নাকি তারও আমার ছদ্মাবস্তা ছিল?) নিজেরাই বলতেছেন তাদেরকে সচল থাইকা বের করে দিছিল হেরা, তবু তারা সচল বেন(?) এর বিরুদ্ধে কথা বলতেছেন। আপনারে কোন টাইপের দিছিল তারা? যে আপনে এমন তড়পাইতাছেন? আর কুত্তা পাগলের মত আচরন করতাছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।