আমাদের কথা খুঁজে নিন

   

আবার লোকালটক

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ভাবছি লোকালটকের সাথে আমার আলাপ-চারিতার নির্বাচিত অংশ ব্লগে প্রকাশ করবো। এতে লোকালটক বিষয়ক পৌরণিক অধ্যায়গুলোর পরাসমাপ্তি ঘটবে। লোকালটক নামটাই ব্লগ পরিভাষার এক চমৎকার হিট-সংযোজন; ৯৯% সে কারণও এই ব্লগ লেখার পেছনে দায়ি তবে তাকে গোপন রাখা আমার দায়িত্বের মধ্যে পড়তো যদি তার কোন পরিচয় সত্যিই জানতাম। আমি লোকালটক বিষয়ে কল্পনা করি তিনি সমালোচনা করছেন নির্দয় ও নিরপেক্ষভাবে। তিনি কোন দলের নয়, কোন ব্লগের নয়, কোন গোষ্ঠীর নয়। ব্যক্তিক পরিচয় উন্মোচন হলে লোকাল টকের ওয়ান ম্যান আর্মি ক্ষতিগ্রস্থ হতে পারে; অজ্ঞাত লোকাল টক তাই অনেক বেশী শক্তিশালী, অনেক বেশী কাঙ্খিত। লোকাল টক অনুমতি দিলে তার সাথে আমার এ পর্যন্ত কথোপকথনের নির্বাচিত অংশ ব্লগে প্রকাশ করতে চাই। শুধু মাত্র সেই সব অংশ যা প্রমাণ করবে আমি লোকাল টক নই, এবং যারা লোকালটক নামে অভিযুক্ত তারাও আসলে লোকাল টক নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.