কনফেডারেশন্স কাপের পর আবারো দেশের মাটিতে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গতকাল রাতে অস্ট্রেলিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।
এস্তেদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দুর্বল রক্ষণভাগের বিপক্ষে ম্যাচটাতে দাপট দেখিয়েছে ব্রাজিল। হলুদ জার্সিধারীদের হয়ে খেলার ৮ ও ৩৪ মিনিটে জোড়া গোল করে দলকে দুই গোলের লিড এনে দেন জো।
এরপর খেলার ৩৬ মিনিটে অসাধারণ নৈপুণ্য গোল করেন বার্সায় যোগ দেয়া নেইমার।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আক্রমনে ব্যস্ত থাকে অস্ট্রেলিয়ার রক্ষণ। ৫৮ মিনিটে ম্যাক্সওয়েলের পাস থেকে গোল করেন চেলসি'র রেমিরেস।
৭৩ মিনিটে নেইমারের বাড়ানো বলে গোল করেন পাতো। আর ৮৪ মিনিটে অজিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গুস্তাভো।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার পর্তুগালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।