পেশাগতভাবে আমি একজন সাংবাদিক। তবে তথাকথিত সাংবাদিক নই। চাই সাংবাদিকতার পূর্বেও সাহসিকতার ইতিহাস পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনতে। চাই সন্ত্রাস, ব্যাভিচার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। চাই ন্যায়বিচারের সত্যিকারের স্বাধীন বাংলাদেশ।
অস্ট্রেলিয়াকে লজ্জা দিয়ে লংকানদের কঠিন জয়
কাজল হায়দার-স্বাগতিক অস্ট্রেলিয়াকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ বছরের সর্বনিম্ন স্কোর ৭৪ রানে অল আউট করে জয় নিয়ে সিরিজ ২-১ ম্যাচে এগিয়ে গেল শ্রীলংকা।
সকালে ব্রিসবেনে প্রচণ্ড গরমে আরও উত্তাপ ছড়ান শ্রীলঙ্কান দ্ইু পেসার নোয়ান কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা। এই দুজনের বোলিং তাণ্ডবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে গুড়িয়ে দেয় লংকানরা। এই জয় নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধানটা ২-১এ এগিয়ে রাখল সফরকারী দল।
৩৪ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রায় ব্রিসবেনের মাটিতে গতকাল সকালে টসে জয়ী অসি দলনায়ক মাইকেল ক্লার্কের মুখের হাসি কেড়ে নিতে একেবারেই সময় নেননি লঙ্কান পেসাররা।
ডেভিড ওয়ার্নারকে ৪ রানে ফিরিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর থেকে উইকেট শিকারের নেশায় মেতে ওঠেন কুলাসেকারা।
সুইং বোলিংয়ের বিষে ফিল হিউস, ক্লার্ক, ডেভিড হাসি ও জর্জ বেইলিকে সাজঘরে পাঠানো সময় তাঁর সঙ্গে উইকেট শিকারের মিছিলে যোগ দেন লাসিথ মালিঙ্গা। তাঁর গতির ছন্দে হার মেনে ম্যাথু ওয়েড, হেনরিক্স ও মিচেল জনসনরা কালো মুখে ফিরে যান। মিচেল স্ট্রাক ২২ আর জাভিয়ার ডোহার্থি ১৫ রান না করলে অসিরা তাদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে কম ৭০ রানের রেকর্ডটিও ভেঙে ফেলত।
এত স্বল্প রানের বিরুদ্ধে জয় লাভ করতেও শেষ পর্যন্ত কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে যায় লংকানদের।
ইনিংসের প্রথম ওভারেই পেসার ক্লিন্ট ম্যাককের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রানে সাজ ঘরে ফেরেন লংকান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। গত রোববার এডিলেডে প্রথম সেঞ্চুরি পাওয়া লাহিরু থিরিমান্নে জনসনের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়ার আগে করেন মাত্র ৭ রান। জনসনের পরের বলেই মিশেল স্টার্কের হাতে ধরা এ্যাঙ্গেলো ম্যাথুজ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়ন মুখী হন।
উপুল থারাঙ্গা ১২ রান করে স্টার্কের বলে ক্লার্ককে ক্যাচ দেন।
এরপরই একই বোলারের শিকার হন ২ রান করা জীবন মেন্ডিজ। এমন বোলিং তোপের মুখেও বদলি উইকেটরক্ষক হিসেবে মাঠে নামা কুশল পেরেরা দারুণ দৃঢ়তা দেখিয়ে মধ্যাহ্ন বিরতির পরই বাউন্ডারী হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন। তরুণ তুর্কি পেরেরা ২২ রানে অপরাজিত থাকে। ড্যাশিং ওপেনার তিলকরতেœ দিলশানও ২২ রান করে জনসনের শিকার হলে শ্রীলংকার স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩৩ রান।
ম্যাচ সেরা নির্বাচিত হওয়া নুয়ান কুলাসেকারা ২২ রানে ৫ উইকেট শিকার করে লংকানদের জয়টা হাতের কাছে এনে দেন।
এছাড়া ল্যাসিথ মালিঙ্গা ১৪ রানে নেন ৩ উইকেট।
একটি ভাল উইকেট আখ্যা দিয়ে অসি অধিনায়ক ক্লার্ক টস জয় করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে পুরোপুরিই ব্যর্থ হয়েছে তার দল।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে এর আগে অস্ট্রেলিয়ার সর্ব নিম্ন রানের রেকর্ড ছিল ১৯৭৭ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানের। লজ্জাজনক একই রানের আরেকটি স্কোর ছিল ১৯৮৬ সালে এডিলেডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪০-৯। কিন্তু সর্বনিম্ন রানের নতুন রেকর্ডের হাত থেকে রেহাই দেন বোলার স্টার্ক। ইনিংসে দুই অংকের ঘরে পৌঁছা একমাত্র খেলোয়াড় স্টার্ক ২২ রানে অপরাজিত থাকেন। খেলা শেষে অধিনায়ক ক্লার্ক স্বীকার করেন, ‘সত্যি এটা একটা ভয়ংকর দিন। আমাদের ব্যাটিং পারফরমেন্স ছিল খুবই নিম্ন মানের।
সত্যিই আমরা হতাশ। ’
ক্লার্ক বলেন, ‘উইকেট ভালই ছিল বলে আমি মনে করি। উইকেটে সব সময়ই কিছু পেস ও বাউন্স ছিল। আমাদের কোন অভিযোগ নেই। আমাদের অবস্থার উন্নতি করতে আমরা দু’দিন সময় পাচ্ছি।
এটা খুবই কঠিন হবে। লংকানরা আত্মবিশ্বাসে ভরপুর। ’
আজ সিডনিতে সিরিজের চতুর্থ এবং বুধবার হোবাটের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।