আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়াকে ৮৬ রানে গুটিয়ে ভারতের দারুণ জয়

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান করে ভারত। জবাবে ১৬ ওভার ২ বলে ৮৬ রান করে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি তারা। সর্বোচ্চ জুটি মাত্র ২৩ রানের।

চতুর্থ উইকেটে এ জুটি গড়ে উঠে ডেভিড ওয়ার্নার (১৯) ও গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে। এ দুজন ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল ব্র্যাড হজ (১৩)।

টানা তৃতীয় ম্যাচে হারা অস্ট্রেলিয়া কোনো মতে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা এড়িয়েছে। এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন রান। সর্বনিম্ন ৭৯ রান ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল তারা।



১১ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সহজ জয়ে সবচেয়ে বড় অবদান রবিচন্দ্রন অশ্বিনের। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এই অফস্পিনারই।

এর আগে প্রথম ওভারেই রোহিত শর্মার বিদায়ে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে বিরাট কোহলি ৪০ রানের জুটি গড়লেও ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করা ভারতকে লড়াইয়ের সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব যুবরাজ সিং ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

পঞ্চম উইকেটে মাত্র ৪২ বলে ৮৪ রানের জুটি গড়েন এ দুজনে।

শেষ ওভারের প্রথম বলে বিদায় নেয়ার আগে ৬০ রান করেন যুবরাজ। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।

অস্ট্রেলিয়ার পক্ষে ছয় জন বোলার একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৫৯/৭ (রোহিত ৫, রাহানে ১৯, কোহলি ২৩, যুবরাজ ৬০, রায়না ৬, ধোনি ২৪, জাদেজা ৩, অশ্বিন ২*, ভুবনেশ্বর ০*; হজ ১/১৩, ম্যাক্সওয়েল ১/২০, বোলিঞ্জার ১/২৪, মুরিনহেড ১/২৪, স্টার্ক ১/৩৬, ওয়াটসন ১/৩৬)

অস্ট্রেলিয়া
: ১৬.২ ওভারে ৮৬ (ফিঞ্চ ৬, ওয়ার্নার ১৯, হোয়াইট ০, ওয়াটসন ১, ম্যাক্সওয়েল ২৩, বেইলি ৮, হজ ১৩, হ্যাডিন ৬, স্টার্ক ২, মুরিনহেড ৩, বোলিঞ্জার ১; অশ্বিন ৪/১১, মিশ্র ২/১৩, ভুবনেশ্বর ১/৭, মোহিত ১/১১, জাদেজা ১/২৫)

ম্যাচ সেরা
: রবিচন্দ্রন অশ্বিন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।