রাজা
অনেক দিন ধইরা ভাবতাছি একখান ভালবাসার গল্প লিখবো। ভাবতে থাকি। ভাবতে ভাবতে একটা সুন্দর চিত্র চোখের সামনে দাড়াইতে থাকে। তাই মনে করলাম লিইখা ফালাই । পড়ে হয়তো ভুইলা যাইবো।
কেমন লাগলো জনাতে ভুল যেন না হয়।
সুন্দর একখান সকাল। বেলা তখন বাজে সকাল ৭-৩০টা । ছেলেটা যায় মেয়েটার কাছে । গিয়া বলে আমি তোমারে ভালবাইসা ফালাইছি।
এখন তোমার মতামত টা কি ? মেয়েটি হাইসা দিয়া কয় আমিও তোমারে ভালবাসি । ব্যাস ভালবাসার গল্প শেষ হইয়া যায়।
কেমন লাগলো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।