আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাগের ভেতর মাথার খুলি!

কেটে ফেলা খুলির অংশ আবার হয় তো জোড়া দেওয়া যাবে এ আশায় যত্ন করে সেগুলো বাড়ি নিয়ে গেছেন লি চেরি। এক ব্যক্তি তার নিজের মাথার খুলি ব্যাগে নিয়ে হাসপাতাল থেকে হেঁটে বাড়ি ফিরে গেলেন। পরে ভিরমি খেলেন! ভাবছেন, নিশ্চয়ই এটা কোনো ভূতের গল্পের প্রথম লাইন। কিন্তু না; অবিশ্বাস্য হলেও সত্য, যুক্তরাজ্যের লি চেরির জীবনে এমনটাই ঘটেছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারের বাসিন্দা ৩২ বছর বয়সী লি গত ডিসেম্বরে থাইল্যান্ডে বেড়াতে যান।

তখন অসাবধানতাবশত এক ভবন থেকে তিনি ২৫ ফুট নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে থাইল্যান্ডের কো তাও দ্বীপের একটি হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় লির মস্তিষ্কে প্রচণ্ড আঘাত লাগে। মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না। তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

লিকে সুস্থ করে তুলতে ও তার স্মৃতিশক্তি অক্ষুণ্ন রাখতে থাইল্যান্ডের চিকিৎসক লির ক্ষতিগ্রস্ত মাথার খুলির বেশকিছু অংশ কেটে দেন। প্রায় এক মাস ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর লি বাড়ি ফিরে যান। জানান, তার তেমন কিছুই মনে নেই। ঘুম থেকে উঠে তিনি দেখেন, তার মাথার খুলির কিছু অংশ পাশে কেটে রাখা। কেটে রাখা খুলির অংশগুলো দেখে প্রায় দুই সপ্তাহ তিনি কান্না থামাতে পারেননি।

তবে চিকিৎসকরা লিকে বলেছেন, মস্তিষ্কের চাপ কমে গেলে যুক্তরাজ্যের চিকিৎসক কেটে রাখা খুলির ওই অংশগুলো আবারও জোড়া দিতে পারবেন। এ কারণেই তিনি অনেক যত্ন করে নিজের মাথার খুলির ওই অংশগুলো প্লাস্টিকের একটি ব্যাগে ভরে বাড়ি নিয়ে যান। লির চিকিৎসক কলিন শেইফ বলেন, মস্তিষ্কে চাপ সৃষ্টি হলে অনেক সময় তা বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে আশঙ্কাজনক অবস্থার ক্ষেত্রে মাথার খুলির কিছু অংশ কেটে রাখা হয়। তিনি জানান, প্রতিদিনের কাজকর্মে মাথার খুলির সব অংশের প্রয়োজন পড়ে না।

তথ্য সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.