আমাদের কথা খুঁজে নিন

   

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে!!

"হার্টলেছ"

"মাদক ব্যবসায়ী ছেলের কর্মকান্ডের জন্য গ্রেফতার হলেন শুল্ক কর্মকর্তা নূর হোসেন। ছেলে রাইসুল ইসলাম জ্যোতির অপরাধের দায় এসে পড়েছে নূর হোসেনের কাঁধে। ডবলমুরিং থানা পুলিশ মঙ্গলবার বিকালে নগরীর মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে...." এটি জাতীয় দৈনিক ইত্তেফাকের শেষ পাতার একটি সংবাদ। তার অপরাধ সে অপরাধি সন্তানের পিতা। তারা মাদক ব্যবসায়ী পিতার ছবি ও মাদক দ্রব্যের ছবি সহকারে সংবাদটি পরিবেশন করেন।

আমার প্রশ্ন হলো অপরাধ করলো ছেলে আর গ্রেফতার হলো তার পিতা। এটা কেমন বিচার। আর মিডিয়া তা ফলাউ করে প্রচার করল। হাতে হ্যানকাফ পড়িয়ে মাদ্ক দ্রব্যের পিছনে অপরাধির মতো। আইন সম্পর্কে যদিও আমার কোন জ্ঞান নাই।

যদি পিতাকে গ্রেফতার করার কোন আইন থাকে তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু মিডিয়া তা ফলাউ করে প্রচার করলো, এটাই আমার বিবেককে ধ্বংসন করলো। বর্তমান জামানায় একজন পিতার কথা সন্তানরা কতটুকুই শোনে (সবক্ষেত্রে হয়তো কথাটা প্রযোজ্য নয়)? আর এটা কেমন ধরনে বিচার তা আমার বোধগম্য নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।