আমাদের কথা খুঁজে নিন

   

উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে

আমজনতার ব্লগ

আজকাল একটা বিষয় রাজনীতির মাঠে খুব বেশি দেখতেছি এবং নিজেকে প্রশ্ন করতেছি, আর তা হচ্ছে নিজে দোষ করা আর অন্য কে দোষারোপ করা। এই যেমনঃ সহিংসতা করে বিরোধীদল বলে,"এর জন্য সরকার দায়ী বা এর দায়ভার সরকারকেই নিতে হবে" আবার সরকারী দল কোন সহিংসতা করে বলে,"বিরোধী দলের কারনে এটা হয়েছে" মানে ভাবখানা এমন সবদলের লোকরা রোবট। আর সরকারী দলের রোবট গুলার রিমোট বিরোধী দলের হাতে আর বিরোধী দলের টা সরকারী দলের কাছে। একটা ছোট্ট উদাহরন দেইঃ মনে করেন কোন বাস চাপা দিয়া মানুষ মেরে ফেলছে। তার জন্য কি আমরা বাসের চালককে দায়ী করব নাকি বাসে যে যাত্রীটি ছিল তাকে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।