তবুও জীবন থেকে খানিকটা সময়
ধার দিতে হয় বাস্তবতাকে,
শুধুই বাঁচার তাগিদে......এই নষ্টা পৃথিবীর বুকে।
আর বাকিটা সময় তুলে রেখেছি
তোমাকে ভাববার জন্য......!
শেষ বিকেলের পড়ন্ত সূর্যের কথা ভাবো
সারাটা দিন আলো বিকিয়ে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে রাতের বুকে......
নতুনভাবে জ়েগে উঠবার জন্য;
আর আমি?
জীবনের সাথে যুদ্ধ করে শেষে
পরাজিত সৈনিকের বেশে রাত কাটাই নির্ঘুম
তোমাকে ভেবে ভেবে...
আর নতুন আরেকটা যুদ্ধের প্রস্তুতি নেই
নতুন করে বাঁচবার জন্য......
তোমাকে আবার ভাববার জন্য।
জীবনে সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়না কখনও কখনও...
কিছু কঠিন প্রশ্ন......
চিরকাল অজানাই থেকে যায় হৃদয়ের কাছে!
তোমার বুকেতো আমি ঘুমাতে চাইনি!
কেন তবে সেই প্রশ্ন কর?
ফিরে ফিরে?
প্রতিরাতে?
আমার একাকীত্বের দ্বারে?
আমিতো জানি আমাকে আবার ফিরতে হবে অস্তিত্বের লড়াইয়ে......
জুলাই ১৬, ২০০৮
রাত ২-১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।