আহমাদ ইউসুফ
তুমি যেই হও
কালো-ধলো অজ্ঞাত ললনা।
যাই হও না কেন উর্বশী
অপরুপা মোহ জাগানিয়া।
যাই হও তুমি
উচু নিচু সম্ভ্রান্ত
আমি খুজি তোমার
মনের গভীরতা কত?
স্বার্থানেষী নও কি তুমি
নওকি নিষ্ঠুর পাষান।
আমি দেখতে চাই ফুল হয়ে ঝড়ছে
তোমার উদারতা রওশন।
আমি খুজব না তোমার ধন ঐশ্বর্য্য
শুধু দেখতে চাই
বঞ্চিতের তরে
তোমার হাতের দুরত্ব কত?
আমি মন প্রিয়াসী, মনের সুস্থ্যতা খুজি
দেখতে চাই কতটা সহিষ্ণু তুমি?
আর্ত পিড়িতের তরে তোমার হৃদয়।
কাতর হয় কি?
আমি জানতে চাই এই সমাজের তরে
কতটা সজাগ তুমি?
নাকি কল্পনা বিলাসী তুমি
রুপচর্চায় সদা ব্যস্ত এক রমনী।
না। না। এ আমি চাইনা
আমার প্রেয়সী হবে সুখ বিলাসী।
আমি দেখতে চাই তোমায়
অনন্যা অসাধারন্যে।
আস তবে, হে বঙ্গ ললনা।
শান্তি প্রগতির বার্তা নিয়ে
সুমহান হৃদয় ঐশ্বর্য্যের তানে
এই হৃদয়ে, মায়ের কোলে, এ বঙ্গে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।