আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ বার পঠিত!

swblog2008 [এট] gmail.com

চিন্তাটায় একটু ছেলেমানুষি ছিল। আজ দেখতে চাইছিলাম, মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর পোস্টটি ১৯৭১ বার পঠিত হয় কিনা। তা তো হয়েছেই, এখন ব্লগে ঢুকে দেখলাম, দু হাজার ছাড়িয়ে গেছে। মন্তব্য প্রায় সাড়ে তিনশো। রেটিং এসে দাঁড়িয়েছে নার্ভাস নাইনটিজে।

আর কোনো দাবি নাই এই পোস্টের ওপর। ব্লগার-পাঠকদের সাড়া প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেক আগেই। মিডিয়াফায়ারে কিছুক্ষণ আগের পরিসংখ্যানে দেখলাম, গত দুই দিনে ই-সংকলন "ফিরে দেখা ৭১" মোট ৬১৮টি কপি ডাউনলোড করা হয়েছে। গতরাত থেকে ডাউনলোডের জন্য আরেকটি মিররও ব্যবহার করা হচ্ছে। নানাজনের কাছ থেকে আমি জেনেছি, ইমেইল থেকে ইমেইলেও বিতরণ হচ্ছে ই-বুকটি।

সবমিলিয়ে এ সাফল্য লেখকদেরই। সামহোয়্যারইনব্লগ কর্তৃপক্ষ এবং সকল ব্লগারকে বিশেষভাবে ধন্যবাদ। মন্তব্যের সূত্রে এবং গুগলে সার্চ দিয়ে কিছু লিংকও পেলাম। এর কয়েকটি নিচে উল্লেখ করলাম। ই-সংকলনের কিছু প্রাপ্তি বাংলাদেশ গণহত্যা আর্কাইভের বুকস, জার্নাল এন্ড আর্টিকলস বিভাগে ই-সংকলনটি অন্তর্ভূক্ত হয়েছে।

আমারব্লগের প্রথম পাতার সাইডবারে বিশেষ ডাউনলোড লিঙ্ক লাগানো হয়েছে। এর আগে ই-সংকলন বিষয়ক একটি পোস্ট স্টিকি করা হয়েছিল। বই বেচাকেনার সাইট বইমেলায় অনলাইন কম্পাইলেশন বিভাগে ই-সংকলনটি অন্তর্ভূক্ত করা হয়েছে। বাংলাদেশ ৭১ ডট অর্গ সাইটেও ই-সংকলন বিষয়ে একটি পোস্ট স্টিকি করা হয়েছে। ই-মেলা ওয়েবসাইটে ই-সংকলন বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে ।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে বহু ব্লগারের পেইজে ই-সংকলনটি যুক্ত করা হয়েছে। ব্লগে আসা কয়েকটি পোস্ট প্রসঙ্গ:ফিরে দেখা একাত্তর ফিরে দেখা একাত্তর ই-সংকলন মুক্তিযুদ্ধের বিজয় মুহুর্ত - ১৬ ডিসেম্বর ১৯৭১ । ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম মুক্তিযুদ্ধ বিষয়ক ই-সংকলন উৎসর্গ সম্পর্কে ভেবে দেখুন দুঃখজনক এক ঘটনার জের ধরে প্রত্যুৎপন্নমতির দেওয়া পোস্টগুলো তিনি মুছে ফেলেছেন। এ কারণে তার পোস্টগুলো এখানে উল্লেখ করা সম্ভব হয়নি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।