আমাদের কথা খুঁজে নিন

   

মালালা নোবেল পুরস্কারের জন্য মনোনীত

I am Bangladeshi পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। শুক্রবার শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের শেষ দিনে এ তথ্য জানা গেছে। এনডিটিভির খবরে বলা হয়, চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা করা হবে অক্টোবরের শুরুতে। নোবেল পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তিকে মনোনয়নের অধিকার রয়েছে নোবেলজয়ী, বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংসদ কিংবা সরকার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যদের। এ বছর ফ্রান্স, কানাডা ও নরওয়ের এমপিরা পৃথকভাবে মালালাকে মনোনয়ন দিয়েছেন।

বেলিয়াতস্কি ও অ্যালেক্সেয়েভাকে মনোনীত করেছেন নরওয়ের দুজন আইনপ্রণেতা। গত বছরের ৯ অক্টোবর তালেবান বন্দুকধারীর হাতে স্কুলবাসে করে বাড়ি ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হয় ১৫ বছর বয়সী মালালা। পরে পাকিস্তানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার্থে যুক্তরাজ্যের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয় তাকে। সম্প্রতি ওই হাসপাতাল ছেড়েছে মালালা। তালেবান বন্দুকধারী গুলি করার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে মালালার নামটি বেশ আলোচিত হচ্ছে।

পাকিস্তানে নারীশিক্ষা নিয়ে তালেবানদের অবস্থানের বিরোধী এবং চরমপন্থার বিপক্ষ শক্তিগুলোরও প্রতীক বনে গেছে মালালা। নরওয়ের রাজধানী অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বলেন, মালালাকে পুরস্কারের জন্য মনোনয়ন কেবল মানবাধিকার এবং গণতন্ত্রের চ্যাম্পিয়ন বিবেচনায় দেওয়া হচ্ছে না, শান্তি ও সংঘাত অ্যাজেন্ডায় শিশু এবং শিক্ষাকেও সম্পৃক্ত করাও এর উদ্দেশ্য। মালালা ছাড়াও এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বেলারুশের কারারুদ্ধ মানবাধিকারকর্মী এলেস বেলিয়াতস্কি এবং রাশিয়ার লিউদমিলা অ্যালেক্সেয়েভা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.