আমাদের কথা খুঁজে নিন

   

শান্তিতে নোবেল পেল না মালালা

অনেকে ভেবেছিল এবার মনে হয় পাকিস্তানের আলোচিত মালালাকে শান্তিতে নোবেল দেয়া হবে। কিন্তু শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার শান্তিতে নোবেল পেল অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল ওয়েপন্স (ওপিসিডব্লিউ)। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে তদারকির জন্য আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রক এ প্রতিষ্ঠানকে নোবেল দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সময় ৩ টায় অসলোয় শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

এর প্রায় আধা ঘণ্টা আগে নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ২০১৩ সালের নোবেলজয়ী হিসেবে ওপিসিডব্লিউর নাম প্রকাশ করে।

বিশ্ববাসী ও মিডিয়াগুলোর ধারণা ছিল, পাকিস্তানি নারীশিক্ষা কর্মী মালালা ইউসুফজাই এ বছরের শান্তিতে নোবেল জয় করবেন। মালালা না পেলে কঙ্গোর চিকিৎসক ডেনিস মুখওয়েগের হাতে যাবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি।

ওপিসিডব্লিউ’র তত্ত্বাবধানে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু হয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সিরিয়ার যুদ্ধবিরতির আহ্বান জানায় সংস্থাটি। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে রাজি হওয়া দেশটি পশ্চিমা হামলা থেকে বেঁচে যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.