এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
পাড়ার এক দাদু রাত ২'টার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে....হাতে ২টা ব্যাগ...
এমন সময় নাইটগার্ড তাকে আটকাল -
নাইটগার্ড: "ও দাদু, বলি এতো রাতে বাইরে যে? আর হাতে ওই ব্যাগ দুটোতে কি নিয়ে যাচ্ছ?"
দাদু: "তুমি নিজেও দেখে নাও না।"
নাইটগার্ড একটা ব্যাগ ফাঁক করে দেখতে পেল ব্যাগ ভর্তি ২০ টাকার নোট।
নাইটগার্ড: "দাদু, এ টাকা কিসের?"
দাদু: "আমার বাসার পাশে একটা নতুন সিনেমা হল হয়েছে। কিন্তু ওটাতে কোন বাথরুম নাই। তো চ্যাংড়া পোলাপানগুলো সব বিরতির সময়ে আমার বাগানে আসে ইয়ে করতে। ওরা আসা মাত্রই আমি আড়াল থেকে একটা কাঁচি নিয়ে হাজির হই আর ২০ টাকা চাই।"
নাইটগার্ড: "তাতো বুঝলাম দাদু, কিন্তু ওই ব্যাগটায় কি?"
দাদু: "কি করবো বাবা, সবাই তো আর ২০ টাকা দেয় না।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।