আমাদের কথা খুঁজে নিন

   

Naughty Jokes!!!

এডুকেশন আমারে ছাড়তে চায় না

যা জামানা পরছে...গরম কিছু না হইলে লোকজন পড়তেই চায় না। তাই এইবার ভিন্ন ধাচের heading দিলাম। last note এ কিছু moral কথা বারতা থাকায় অনেকেই পরে নাই...পরলেও হজম করে নাই...comment number দেখলেই বুঝা যায়। কলি যুগ বইলা কথা। ঘোর কলি।

বাই দা বাই, সামহয়ার পাঠকদের বলতেছি, আমি দীঘদিন ফেসবুকে নোট লেইখা অবশেষে এখানে আসছি...আপনাদের জালাইতে। ট্রুলি স্পিকিং, আমাকে আমার ফেরেন্ডরা অনেকেই এখানে লেখতে কইছে...ফেসবুকে আমার জালাতন কমানর জন্য মনে হয়। হেহে... US election 2008 election নিয়া সবার ফালাফালি দেইখা...আমারো কিছু লেখার খায়েশ হয়। পরে ভাবলাম আমার নিজের দেশে democracy নাই...মাইনশের দ্যাশ নিয়া লেখনটা ঠিক হইব না। পরে মায়ানমার এর কে বেটার সাথে দেখা হইল একদিন... মালয়শিয়ার রাস্তায়।

সে লম্বা কইরা সালাম দিয়া কয় u from Bangladesh? আমি কইলাম "হ। (তর কি?)" এরপর সু্রু করল খাজুইরা আলাপ। কয় নিজের কথা। কইতে কইতে...কয়...তোমাগ দেশে না ইলেকশন হবার কথা?...হইছে?...আমি আমতা আমতা কইরা কইলাম..."yet not...schedule is declared...u know democracy is a long process...".(মনে মনে কলিজাটা ছোড হইয়া গেল...শালার বেটা...Myanmar এ তোমরা যে সুচী রে আটকায়া Chinar পা চাটতাছো...হেইডা কিছু না?). যাহোক...US eelction ণিয়া যে লাফালাফি সারা দুনিয়াতেই হইতেছে...তা আমারে ভাবায়। Brazil/ Argentina world cup জিতলে আমরা যেমন লাফাই...এইটা অনেকটা সেরকম...আমার কাছে।

কেনিয়া...national holiday declare korce....আরে গাধার দল...election যে দেশে হইল হেরা কি holiday দিছে?(আফগানিস্তানে bomb ফেলার দিনে আমাগ দেশেও জামাতিরা হরতাল ডাকছিল...odvut similarity) obama তোগ ২ টাকা দিব? আমার office e এক Indonesian বসে। সেও খুসি...কারন obamar এক বাপ নাকি Indonesian না কি যানি ছিল। Nigerian African কাউলা গুলাও খুসি...কারন...Obama হেগ মত কাউলা। আমি এগরে দেখি আর হাসি... Obama Germany Berlin এ গিয়া যে speech দিছে...ঐখানে যত লক হইছিল...German Election টাইমে এত লোক হয় কিনা সন্দেহ। আমার point হইল...এই বারের US election er expense ছিল...সবচেয়ে বেশি।

এই টাকার lions shareআসছে...Jewish businessman দের কাছ থেকে। ওবামা কি এত বড় নিমকহারামি করবে? I don't think so. There is no republican/ democrat who can ,or will stand against the interest of Jewish society. তাইলে Obama রে নিয়া এত লাফানির কি আছে? বুঝলাম না। Muslim সমাজ আবার, খৎনা দেয়া president white house গেছে...এই খুসিতে আটখানা। My question is: Can Obama deny any call from Israel? I hope so. But unfortunately he cannot. he will also guard the Military industrial Complex. অনেকেই কয়...এরকম speech সবাই দিতে পারে না...i do agree. that why i envy him, for the same reason i envy Hitlar, Clinton, Mujib. They all can make good inspiring speeches. বড় কথা হইল কথা আর কাজের মদ্দে মিল রাখা। অনেকে আবার Bangladesh এ obamar moto change চাইতেছে... আমাগ দেশে দরকার আমাগ...নিজেগ change...obama style এর change এর দরকার নাই...দেশের বড় বড় politician রা military দের লেজ ধইরা ঝুল্লি খাইয়া jail থেকে যে ভাবে Bail পাইতেছে...তা আশংকাজনক।

Bangladesh এর পলিটিক্স এ Military রা permanent হইয়া গেল বইলা মালুম হয়। আফসস...আফসোস...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।