আমি নির্বাক হয়ে গেলে তোমার পতন অনিবার্য !
মহাকবি
সাগরের ওপর বসে বসে সেদিন আমি ও আমার আড়াইজন বন্ধু বালু নিয়ে খেলা করছিলাম। এমন সময় হঠাৎ দেখলাম আকাশ দিয়ে একটা জাহাজ উড়ে যাচ্ছে। কী মনে করে সাগরের পানি থেকে একটা স্বর্ণের টুকরো কুড়িয়ে নিয়ে ছুড়ে মারলাম আকাশের দিকে। টুকরোটা গিয়ে লাগলো উড়ে যাওয়া জাহাজের গায়ে আর ঠিক তখনি জাহাজটা ওড়া থামিয়ে মুখ থুবড়ে সাগরের পাড়ে এসে পড়লো। তাই দেখে আমার আড়াইজন বন্ধুর মধ্যে একজন দৌঁড়ে গিয়ে জাহাজটা কুড়িয়ে আনল। তারপর আমরা সবাই মিলে জাহাজটাকে নিয়ে সাগরের পাড়ে একটা বিশাল শপিং মলের সাড়ে তিনতলায় একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিলাম। জাহাজটা বিক্রি করে আমরা তিন টুকরো কটকটি পেলাম। সেটার ভাগাভাগি করতে গিয়ে বন্ধুদের সাথে ঝগড়া লেগে গেলো। ঝগড়ার এক পর্যায়ে আমার মেজাজটা এতটাই খারাপ হয়ে গেলো যে আমি কটকটি না খেয়েই ঘুম থেকে জেগে উঠলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।