শুয়োরদের সংঘ জ্ঞান দিয়ে কী লাভ ? যার যার জ্ঞান তার তার কাছে। সবাই সালিশ মানতে চায় নিজের মত কইরা। সবাই চায় তার মতের পক্ষে রায় হোক আর অন্যরা সবাই সেইটা মাইনা লউক। নাইলে শালারা কিসের গণতন্ত্রী ? কিন্তু তুমি কি মানো আরেকজনের পক্ষে রায় গেলে ? তক্ষণি পাল্টা আক্রমন - শালার জন্মে দোষ আছে নইলে এই টাইপ কথা কেউ বলে ?
এক সময় বই পইড়া ব্যাপক জ্ঞানী হইবার খায়েস জাগছিল। কিন্তু লক্ষ্য করলাম সব বই-ই জ্ঞান বিতরণ করেনা।
কিছু কিছু বই জ্ঞান কাইড়াও লয়। কিছু কিছু বই যুগ যুগ পিছাইয়া দেয়। আবার কিছু কিছু বই পড়লে মাথার কিডনী নষ্ট হই যায়। পত্রিকা পইড়াও কিছুদিন আপডেট থাকার ব্যাপক কসরত করছিলাম। কিন্তু দেখলাম কিছু কিছু পত্রিকা ব্যাপকভাবে আমাকে বেকডেটেড বানাই দিতাছে।
ইন্টারনেটের সুবাদে কমিউনিটি ব্লগগুলার সাথে পরিচিত হইয়া ভাবছিলাম এইবার মত প্রকাশের ব্যাপক বাঁধাহীন জায়গা পাইলাম। যেই ভাবনাগুলো ডায়রীর পাতায় কিংবা মনের খেরো খাতায় ঘুইরা মরতো সেগুলা পাবলিকরে জানাইবার একটা উপায় হইল। ভাইবা দেখলামনা আমার অপরিণত চিন্তা পাবলিকরে জানানোর মইধ্যে লাভ না লস বেশি।
আমাদের মনে যত চিন্তা উদয় হয় সবই কি আমরা প্রকাশ করি ? করিনা । কারণ সবকিছু প্রকাশ করার মত নয়।
অথচ ব্লগের সহায়তায় আমার পরিচয় গোপন থাকার সুবাদে আমরা অনেকই সেইগুলান উগরাইয়া দিতাছি। তাতে ফাইনাল্যি কী লাভ হইতাছে সেইটা নিয়া ব্যাফক সংশয় তৈরি হইতাছে। আমরা মত প্রকাশের স্বাধীনতায় উল্লসিত হইতাছি। আমরা সংযত আচরণ থেকে উন্মত্ত হইয়া পড়তাছি।
আমদের বিভেদজ্ঞান ব্যাপক।
আমরা সর্বত্র বিভাজিত হতে ভালবাসি। বাই ডিফল্ট আমরা বিভাজনকামী জাতি। কোন উপলক্ষ্য ছাড়াই আমরা কামড়াকামড়ি করি। আমাদের পেটের ভাত হজমের জন্য কামড়াকামড়ি এক মহৌষধ।
আমরা আইন দিয়া সব ঠিক করতে চাই।
আমরা চাই আরেকজনে আইসা আমার কাম কইরা যাউক। বিছানায় শুইয়া শুইয়া ভাবি আমার একমাত্র চাহিদা আলাদিনের আশ্চর্য প্রদীপ। যে আমার সব চাহিদা আমার মনের মত কইরা পূরণ কইরা দিব। আমি খালি কমু 'কুন' বাস খেল খতম 'ফাইয়াকুন'।
বাতাসে ভাসে লম্পট রাজনীতি।
ধর্ম, অধর্ম, জ্ঞান কিংবা মূর্খতা এখানে অপাংক্তেয়। স্বার্থই একমাত্র ঈশ্বর ! প্রতারক সময়ে প্রতারকরাই আমাদের আরাধ্য। আমার মতের পক্ষে গেলে আমরা শুয়োররেও চুম্বন করি। মতের বিপক্ষে গেলে জন্মদাতাকে উষ্ঠা মারি।
জয় বাঙালী।
জয় মা কালী। বাংলার জয় হোক। 'নিপীড়িত মানবতা মুক্তি পাক অন্তিম সমরে। ' আমাদের বিভেদজ্ঞান বাড়তে থাকুক সকল সূত্র উপেক্ষা করে আমাদের মনের মত করে। আমরা হয়ে উঠি যা চাই তা-ই করতে পারার জাতি।
সব পাইতে গিয়া আমরা চির বঞ্চিতদের রাজত্ব কায়েম করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।