আল বিদা
তখন ক্লাস 9এ পড়ি। বন্ধুদের মাঝে সারাদিন ফুটানি মারি। হুমায়ূন আহমেদের হিমু মিছির আলী পড়ে তখন মাথা বিগড়ে থাকত। নিজেকে কি কি ভাবে মহামানব করা যায় তা ভাবতাম। উঠতে বসতে অযথাই রাজাকারের গুষ্ঠী উদ্ধার করতাম।
আমার এক বন্ধু আহসানের বাবা কানাডায় থাকতেন। তাই এই বন্ধুর অর্থ আর সম্পত্তির গর্ব ছিল। আর আমার আব্বার টাকা কম ছিল বলে আমি একটু চুপসে থাকতাম। তবে মহাপুরুষ জাতীয় একটা ভাব ধরতাম।
কোন এক ঈদে তার বাবা বিদেশ থেকে তার জন্য বিদেশী কাপড় পাঠিয়েছে।
এই নিয়ে তার কি গর্ব আর আনন্দ। আমাদেরকে বলতেছে, দ্যাখ আমার আব্বা কানাডা থেকে Newyork লেখা টিশার্ট পাঠাইছে। আমরা দেখলাম আর আফসোস করলাম কেন আমার আব্বা আমেরিকা - কানাডা থাকে না। তবে বন্ধু আহসান এখানেই থামল না। টিশার্ট যে কানাডীয় বা আমেরিকান এক কথায় বিদেশী তা বোঝানোর জন্য টিশার্টের কলারের লোগো/ট্যাগ দেখাতে চাইল।
আর সেখানেই বিপত্তি ঘটল। কারন দুঃখের বিষয় ঐ ট্যাগে লেখা ছিল 'Made in Bangladesh'। তবে আহসান তখন চুপসে না গিয়ে বলল, দেখেছিস আমার আব্বা 'বাংলাদেশী' কাপড় পাঠিয়েছে। তখন তার গর্ব সে স্বদেশী কাপড় পরেছে!!!
বাকি কথা আজকে আর বললাম না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।