অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
এ বছর নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে হ্যারি পটার সিরিজের ষষ্ঠ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দি হাফ ব্লাড প্রিন্স’। এই ছবিটিকে কাল্ট মুভি ‘ ট্রেইনস্পটিং’ এর সঙ্গে তুলনা করেছেন ডেনিয়েল র্যাডক্লিফ। খবর মার্কিন ওয়েবসাইটের।
হ্যারি পটার চরিত্রে রূপদানকারী অভিনেতা বলেন যে, এ পর্বের ছবিতে যৌনতা ও নেশার বিষয়গুলি রয়েছে।
১৯৯৬ সালে নির্মিত ইওয়ান ম্যাকগ্রেগরের বিতর্কিত ‘টেইনস্পটিং’ ছবির সঙ্গে ‘হাফ ব্লাড প্রিন্স’ এর অনেক দৃশ্যের মিল রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
র্যাডক্লিফ বলেন, “এ ছবিতে বেশ ভালোভাবেই যৌনতা ও নেশার বিষয়গুলি রয়েছে। ‘ট্রেইনস্পটিং’ এর অনেক মুহুর্ত দেখা যাবে এ ছবিতে।”
“আমি কখনো কল্পনা করিনি যে এ দুটি ছবির নাম কোনদিন এক নিঃশ্বাসে উচ্চারণ করা যাবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।