পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
বইটা কিছুদিন আগে হাতের কাছে পেয়েছিলাম, পড়ব পড়ব বলে আর পড়া হয় নাই। বাট পত্রিকায় যখন দেখলাম হ্যারি পটার ৫ ফিল্ম বের হয়ে গেছে। এখন আবার খুজতেছে দেখি কার থেকে জোগাড় করা যায়। সবগুলো বই কালেকশানে রাখব এবং সবগুলো ফিল্ম ও এই সিরিজের। আমার কাছে অসাধারণ লাগে জানি না কেন? অনেকে বলবেন হয়তো পোলাপান্দের পাঠ এইগুলা।
কিন্তু আমি তারপরেও বলবো জোসস মানুষের কল্পনাশক্তি যে কতটা প্রখর হতে পারে তা আমি এই বই এর লেখিকা কে দেখেই বুঝছি। যাই হোক বাংলাদেশে আসা মাত্রই আমি কিনবো এই ফিল্ম খুবিই আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি। জানি না কতদিন লাগবে এখানে আসতে। আগে ফিল্ম দেখবো দেন বই পড়ব। তাই বইটা ও যোগাড় করে রাখা লাগবে।
তাড়া তাড়ি সময় নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।