এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে...সময় আমার কাটেনা....
আমার দিন কাটে গল্পের বই পড়ে , গান শুনে , সিনেমা দেখে।
এইগুলা করে মন ভাল করি । আজকে হ্যরি পটারের ৭ নাম্বার টা শেষ করলাম । ভাল লাগলো । কিন্তু যখন ছোটো ছিলাম তখনকার মত মজা পাই নাই ।
তখন যে কী ভাল লাগত !
১-১ করে শেষ করে আপেক্ষায় থাকতাম কখন নতুনটা হাতে পাব।
আর এখন বই পড়ি ত সিডনী শেনডন , ফরসাইথ , ড্যান ব্রাউন,আনিসুল হক , সুনীল , শীর্ষেন্দু , সমরেশ , এদের । ছেলেবেলার সপ্নের তিন গোয়েন্দাও এখন আর ভাল লাগেনা । তবে হ্যা , জাফর ইকবাল এখনো বস । মাসুদ রানা কখনও ভাল লাগে , আবার কখনও ছুরে ফেলতে ইছ্ছা করে ।
তবে সবচেয়ে খারাপ লাগে যখন দেখি এককালে আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ কি সব লেখা শুরু করলো । তার সব বই আমার পড়া ! কিন্তু এখন আর "মেঘ বলেছে যাব যাব", "একজন মায়াবতী","আমার আছে জল","শ্রাবন মেঘের দিন" এগুলোর মত বই আমি বহুদিন খুজে পাই না । যে লোক শ্রাবন মেঘের দিনের মত সিনেমা বানায় সেই আবার নয় নম্বর বিপদ সংকেত বানায়!!!!!!!!!!!
আমি তার পারসনাল লাইফে টাচ করতে চাই না কিন্তু এটা কি সত্য না যে শাওনের সাথে বিয়ের পর-ই তার এই অবস্থা?আপনারা যদি কেউ তার আপনাকে আমি খুজি্য়া বেড়াই এই সংকলনটা পড়ে থাকেন তাহলে অবাক হবেন যে গুলতেকিনের সাথে যার এত প্রেম তার পক্ষে এটা......
যাক অনেক সমালোচনা করলাম....আমি একজন একনিষ্ঠ পাঠক হিসেবে আমার মতামত ব্যক্ত করলাম....আপনারা কেউ প্লিজ মাইন্ড করবেন না......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।