রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। যুক্তরাজ্যের অক্সফোর্ডভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউরো বিজনেস অ্যাসেম্বলি’র সাম্প্রতিক এক জরিপে বিশ্ববিদ্যালয়টিকে এই স্বীকৃতি দেওয়া হয়।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মুর্তজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরো বিজনেস অ্যাসেম্বলি চলতি বছরের মে মাস থেকে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের বিশ্ববিদ্যালয়ের ওপর জরিপ চালায়। জরিপে শিক্ষা কারিকুলাম, শিক্ষা ও গবেষণার মান, অবকাঠামো ও অন্যান্য সূচকের ওপর ভিত্তি করে রুয়েটকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত করা হয়।
এ ছাড়া সাফল্য ও দক্ষতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলীকে ‘ম্যানেজার অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়। ইউরো বিজনেস অ্যাসেম্বলির নির্বাহী প্রকল্প সমন্বয়কারী এনা শবকো স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সম্প্রতি রুয়েট কর্তৃপক্ষকে জরিপের এই ফলাফল সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, এই অ্যাওয়ার্ড গ্রহণের জন্য উপাচার্য মর্ত্তুজা আলীকে আগামী ১৭ ডিসেম্বর যুক্তরাজ্যের অক্সফোর্ড টাউন হলে অনুষ্ঠিতব্য‘অক্সফোর্ড সামিট অব লিডার্স’ শীর্ষক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।