মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....
কোন অজানা কারনে
পৃথিবী সেজে থাকে ছয় সাজে
ভেতরে দ্বৈততা নিয়ে;
ঘিরে থাকা বাস্তব আর তার
ফসিলের ওপর চুপচাপ দাড়িয়ে
কোন অজানা কারনে
কবিতা গুলো গান হয়ে যায়
সুরের পর সুর দিয়ে;
জাগতিক-অজাগতিক চিন্তার সূতোয়
যেগুলো মাঝে মাঝে ভাবিয়ে তুলে
অবুঝ শিশুর আদো বুলি গুলো
ক্রমশ সমযয়র স্রোতে পূর্ণতা পায়
মা থেকে মাটি হয় এরপর আরো;
শব্দ গণনা করে দিন ছুঁয়ে যাওয়া
পরিবেশ-ভূগোলের মাঝে
কোন অজানা কারনে
খুব ইচ্ছে করে প্রেয়সীর হাত ধরে
বসে থাকি কোন নদীর তীরে;
ঘোর লাগা চোখে বেলা-অবেলায়
ঘুরে আসি অজানা নতুন পৃথিবীতে
কোন অজানা কারনে
আমি কবিতা লিখি খাতার ঘরে
মুছে দিতে চাই সব সুখ,সব দুঃখ;
খুঁজে নিতে চাই জীবনের মানে
কিছু নিজের কিছু অন্যের
ভেজাক্ষণ,বিষন্নতা,অজানা প্রশ্ন
প্রেম,ভালবাসা নিয়ে খিঁচুরির মতো
আমি লিখে যাই সময়ের ভেতর
জানিনা থামবো কিনা,হয়তো চলবে
যদি থেমে যাই অথবা চলে
যদি তাই হয় তবে আমি নিশ্চিত
কোন অজানা কারনে.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।