নাপিতখালী গ্রামে বুধবার ভোররাতে এ ঘটনায় আহত হন তিনজন।
নিহত বাবু (২২) জীবননগর উপজেলার বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা।
আহতরা হলেন রাজবাড়ি শহরের কলেজ মোড়ের আজের শেখের ছেলে হোসেন শেখ (৪৫), দামুড়হুদার খাঁ পাড়ার আজিমুদ্দিনের ছেলে হারুন (৩৫) এবং মুক্তারপুরের জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
তাদের পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব বলেন, ১০/১২ জন চোরেরেএকটি দল রাতে দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের কয়েকটি বাড়ি থেকে গরু চুরি করে।
চারটি ট্রাকে গরু নিয়ে পালনোর সময় উপজেলার নাপিতখালী গ্রামের লোকজন তাদের ধরে পিটুনি দেয়।
এতে বাবু ঘটনাস্থলে নিহত হন।
পরে দামুড়হুদা থানা পুলিশ আহতদের আটক করে হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, বাবুর লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, পিটুনিতে আহত তিনজনের অবস্থাও আশংকাজনক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।