আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের চাকায় পষ্টি হয়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমি অফিসের কাছে ট্রাক্টরের চাপায় পিস্ট হয়ে বাইসাইকেল চালক কৃষক রমজান আলী (৪৫) মারা গেছেন। নিহত রমজান আলী দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব জানান, আজ সকাল ৯টার দিকে রমজান আলী স্থানীয় কার্পাসডাঙ্গা বাজার থেকে বাজার করে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গা ভূমি অফিসের কাছে পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, এই দূর্ঘটনার ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হবে না বলে তারা জানিয়েছেন। এজন্য তারা ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করে। জেলা প্রশাসকের অনুমতি পাওয়ায় ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.