সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
এই সময়ে খবরের কাগজ ছাড়া কোন কিছু ভাবায় যায় না! দৈনন্দিন জীবনে এই খবরের কাগজের ভূমিকা অপরিসীম! পরিবারের বুড়া থেকে শুরু করে পড়াশুনা না জানা পিচ্চি সদস্যও এই খবরের কাগজের পাঠক! আপনার পরিবারের ছোট্ট সদস্য খবরের কাগজ পড়তে না পারলেও কিন্তু সে ছবিগুলা দেখার চেষ্টা করে। আর যারা স্কুলে যায় ওরা ছবি প্লাস লেখাটাও পড়ে! দিনদিন যেমন বাড়ছে পাঠক সংখ্যা তেমনি বাড়ছে খবরের কাগজের অবদান! এরসাথে আমার মনে হয়, খবরের কাগজগুলির একটু দায়িত্ববান হওয়া উচিত খবরেরসাথে প্রকাশিত ছবি সম্পর্কে! কারন অনেক ছোট বাচ্চারা এই খবরের কাগজের ছবিগুলি দেখে, তাই এমন কোন নিশংস ছবি ছাপানো ঠিক না, যা দেখে বাচ্চাদের মনে ভয় বা বিরুপ কোন ধারনা ঘটে! আজকের আপনারা দৈনিক যুগান্তর দেখুন (অনলাইন সংস্করনের ঐ ছবিগুলি নাই)! সাতক্ষীরার শ্যামনগরে মানুষ হত্যাকারী বাঘ নিয়ে যে রিপোর্ট ছাপা হয়েছে এবং নিহত ২জনের যে ছবি ছাপানো হয়েছে তা খুবই বিভৎস, বয়স্ক বা বাচ্চাদের কথা মনে করে খবরের কাগজগুলিতে আমার মনে হয় এগন ছবি প্রকাশ না করাই ভালো! আপনাদের সবার কাছে সুচিন্তিত মতামত কামনা করছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।