[sb]ভিটামিন
ক্রেতা : আমার নাতির জন্য কিছু ভিটামিন ট্যাবলেট দিন তো।
বিক্রেতা : কী ভিটামিন দেবো, এ, বি না সি?
ক্রেতা : যা খুশি একটা দিন, আমার নাতি এখনো বর্ণমালা শেখেনি।
সংগ্রহে: হুমায়রা নওশীন রথী,
ব্রেইন টিউমার
ডাক্তার : আপনার ব্রেইন টিউমার হয়েছে।
রোগি : (আনন্দে লাফিয়ে) সত্যি!
ডাক্তার : আমি কী বলেছি আপনি কি তা বুঝতে পারছেন?
রোগি : অবশ্যই, আপনার কি মনে হয় আমি বোবা কালা?
ডাক্তার : তাহলে আপনি রোগের কথা শুনে আনন্দে লাফিয়ে উঠলেন কেন?
রোগি : এটার মানে হচ্ছে, আমার একটা ব্রেইন আছে।
সংগ্রহে: আসিফ ইকরাম,
বাবার শেভিং ব্রাশ
বাবা দাড়ি কামাতে গিয়ে দেখেন শেভিং ব্রাশ বেশ শক্ত। ছেলেকে ডেকে বলেন : খোকা, গতকাল সকাল পর্যন্ত এটা তো বেশ নরম ছিল।
: ঠিকই বলেছো বাবা, দুপুর পর্যন্ত জানালা রং করার সময়ও ওটা বেশ নরমই ছিল!
সংগ্রহে: অদিতি মাহজাবিন,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।