আমাদের কথা খুঁজে নিন

   

আমার বোনের কথা

মাকে বড্ড ভালবাসি।

আমাদের ছোট্ট দুটি মামণি, বেশ মিষ্টি ও দুষ্টু। সারাক্ষণ চটপটে,ছটফটে, নাছোড় বান্দা, আদুরে ও জেদ্দী মেজাজে থাকে। আমি সারাদিন অল্প কিছু সময়বাদে বাকি সময়টুকু ওদের সেই উত্ফুল্ল ও প্রানবন্ত খোশ মেজাজি দুরন্তপনাকে প্রফুল্ল চিত্তে উপভোগ করি। বাস্ত সময়ে ওদের ভীষণ জেদী আবদার পছন্দ না হলেও রিলাক্স টাইমএ ওদেরকে প্রানভরে আদর দেই হাল্কা কিছু খেলায় আমিওজয়েন করি।

খেলার ছলে বেশ কিছু অজানা knowledge ওদের মনে গেথে দেই। তখন মনে পরে ছোট বেলার কথা, আমরাও তাদের মত যখন ছোট ছিলাম তখন আমাদের সাথে খেলার কেও ছিল না। আমদের মা সংসারের কাজে এত বাস্ত থাকতেন যে আমাদের নিয়ে খেলার,সময় দেবার সুযোগ বা ইচ্ছা কোনটারই বহি:প্রকাশ ঘটাতে পারে নাই। হয়ত সেই চিন্তা করেই আমি আমার ছোট্ট সোনামণিদের নিয়ে নিজের অজান্তেই খেলায় মগ্ন হয়ে যাই। আমি জানি এই খেলার ছলে আনন্দের মাঝে যেই শিক্ষা ওদের প্রাপ্তি হবে সেই শিক্ষা আজীবন ওরা লালন করবে।

ইবনাত বি,এ(অনার্স ) বাংলা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।