আমাদের কথা খুঁজে নিন

   

নদীরা ভুলেনা কিছুই

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

নদীরা ভুলেনা কিছুই নদীরা ভুলেনা কিছুই, তবু বাঁক ফিরেই ভুলে গেলো নদী তার ফেলে আসা পেছনের নাম। সোমত্ত সংসার ফেলে সুবাস্তু শরীরে কার ফুটেছে তৃষ্ণার ফুল- খোঁজে খোঁজে নদী কি সেখানেই যায় ? কী দামে কিনেছে সে ঘাসফুল রঙে আঁকা লালনের সাজানো সংসার ? ঘরে এক নদী ছিলো পৈঠায় সিঁদুর মাখা মাঝে মাঝে ফুঁসে ওঠে অদৃশ্য বাতাসে খুব মাস্তুল খুলে গেলে নিরীহ বৈঠায় ভাঙি উপচানো কূল। নদীরা ভুলে না কিছুই ঘর ভেঙে বাঁধে ঘর, তবু এঘর ওঘরে থাকে দুস্তর অমিল !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।