ব্রাসিলিয়ার গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়ামে আগামী বছরের ২৩ জুন ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়াই। বিশ্বকাপের ড্রয়ের আগে অবশ্য চূড়ান্ত মন্তব্য করাটা ঠিক হবে না। তবে এমন ঘটনা যদি সত্যিই ঘটে যায়, ব্রাজিল তার প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখল! গত শনিবার মধ্য রাতে গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছেন নেইমাররা। ফিফা কনফেডারেশনস কাপের শিরোপা উল্লাসের পর সুইসদের কাছে পরাজয়ের দগদগে ক্ষতটা কিছুটা হলেও মুছে গেল কি এই বিশাল জয়ে!
ব্রাজিলের সেই 'জোগা বোনিতো' আরও একবার দেখল ফুটবল ভক্তরা। অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রাজিল জয় পাবে, এতে অবাক হওয়ার কিছু নেই।
কিন্তু জয়টা যেভাবে অর্জন করলেন নেইমাররা, তাতে কিছুটা বিস্ময়ের সৃষ্টি তো হয়ই। জো সিলভার ডাবলের পর নেইমারের দুর্দান্ত এক গোল ব্রাজিলকে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। জো ৮ ও ৩৪ মিনিটে দুটি গোল করেন। নেইমার গোল করেন ৩৬ মিনিটে। দ্বিতীয়ার্ধে রামিরেস (৫৮), আলেঙ্ান্ডার পাতো (৭৩) এবং লুইজ গুস্তাভো (৮৪) আরও তিনটি গোল করে ব্রাজিলের ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
শেষের দুটি গোল ছিল নেইমারের অবদান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল জয় পেয়ে লুই ফিলিপ স্কলারির শিষ্যরা বাড়তি আত্দবিশ্বাস পেয়ে গেল আগামী মঙ্গলবারে পর্তুগাল ম্যাচের জন্য। তাছাড়া ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদোও। সব মিলিয়ে ম্যাসাচুসেটসের ম্যাচের জন্য ব্রাজিলই সুবিধাজনক স্থানে থাকল।
এদিকে অস্ট্রেলিয়ার কোচ হোলগার ব্রাজিলের সঙ্গে পরাজিত হলেও একে ইতিবাচকভাবেই দেখছেন।
তার দৃষ্টিতে এই ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার অনেক কিছুই শেখার আছে। 'আমরা ব্রাজিলে এসেছিলাম ধারণা নিতে যে এই লেভেলে ফুটবলটা কেমন। এখন আমরা তা জানি। এবার আমাদের কৌশল ঠিক করতে হবে। ' ব্রাজিলের সঙ্গে পরীক্ষা শেষে এভাবেই মন্তব্য করলেন হোলগার।
এ ছাড়া নিজেদের দুর্বলতার কথাটাও অকপটে স্বীকার করলেন তিনি। 'আমরা দীর্ঘদিন ব্রাজিলের মতো কোনো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হইনি। ' সিলেকাওরা অস্ট্রেলিয়াকে শিক্ষা দিয়ে দিয়েছে। এখান থেকে নেইমাররা কি শিখলেন? পর্তুগালের বিপক্ষে ম্যাচটাতেই হয়তো নেইমারদের বিষয়টা আরও স্পষ্ট হবে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।