আবার ক্রিকেট, আবার বাংলাদেশের খেলা। গতবার পাকিস্তানের লগে সবগুলি খেলায় হারলো আমগো টাইগাররা। তখন ঠিক করছিলাম যে কষ্ট কইরা আর খেলাই দেহুম না। কিন্তু কিয়ের কি? আইজকা সকাল থিকাই পেটের মধ্যে খেলা দেহার ক্ষুধা লাগছে।
বুইঝা ফালাইছি...আমি এক ডাইহাড' সাপোটা'র আমার দেশের।
আরে মিয়া আমগো পোলারা খেলতাছে, যাই করুক আমগো তো অগো পিছনে থাকতেই হইবো। বেচারা গুলা কত কষ্ট করতাছে অগো সাপোট' না দিলে হইবো। হারুক আর জিতুক আমি অগোরে ভালবাসি, আর অগো খেলা আমি দেহুম ই । আর হাইরা গেলে গালি দিমু আর কমু শালা তোগো খেলা আর কোনদিন দেখুম না, তারপর আবার পরের দিন এর খেলা দেখতে বইয়া যামু টিভির সামনে। আমারে নিল'জ্জ কইলে কন।
আমি কিছু কমুনা। আশরাফুল, মাশরাফি, তামিম এইগুলি রে যে আমি বড়ই ভালবাসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।