আমাদের কথা খুঁজে নিন

   

গুপ্ত সমুদ্র [মুমূর্ষু কবি সমুদ্র গুপ্তের জন্য এলিজি]

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

গুপ্ত সমুদ্র [মুমূর্ষু কবি সমুদ্র গুপ্তের জন্য এলিজি] ঘুটঘুটে অন্ধকার বলে আদৌ কি আছে কিছু ? অন্ধ চোখের ফ্রেমে ভাঙা অক্ষরে মাখা টুকরো জানালা দিয়ে আমি তো পষ্টই দেখছি সব- চারদিকে ঘিরে থাকা অলৌকিক অক্ষমতা, আলোহীন দৈবিক পৌরুষ ছিটেফোটা বেদনার কৌটা পোরা টুপটাপ বৃষ্টি আর ওল্টে পড়ে ভিজে যাওয়া চেনা চেনা নাম যাকে নাকি কেউ কেউ ভালোবাসা বলেই ডাকে ! বাতাসের বিপরীতে কী নিঃস্ব ফুসফুসগুলো খিল এঁটে বুঝে নেয় বাতাসের দাম্পত্য কলহ ! আমি তো দেখছি সবই- ঘুটঘুটে অন্ধকার বলে আদৌ কি আছে কিছু ? নদীটা কখন যে লুকিয়েছিলো বুকে উৎস থেকে নিয়েছে সে বিনাশের জল গুপ্ত সমুদ্র হয়ে ফুঁসলো কখন ! বুকের নিথর পাড় কী এমোন এসে যায় তাতে ! নদীর গন্তব্য থাকে, ল্ক্ষ্যহীন সমুদ্র যদি খুঁজে ফেরে পাখির আবাস লোকালয় নতজানু হলোই না হয় ! পাড়ে বসে কাঁহার আরোগ্য চাও ? পাখিদের হাসপাতাল নেই থাকেনা আরোগ্যের আগাম চিকিৎসার বিল ! ওগুলো মানুষের যাপনের অংশীদার কেবল ; কবি তো মানুষ নয়, অন্য কিছু, অন্যকোন অনুষঙ্গেই মানানসই এরা ! তবু অমরত্বের এই অসহ নির্বাসন কবিকেই কেন পোহাতে হয় বার বার ! (০১/০৬/২০০৮)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।