/
তবু মনে রেখ
.........যদি ফেলে যাই ভুলে
.........ভুল পথ দলে
ছাড়ি পথ বহুদূর..........নিশ্চিহ্ন অদূর
পেছনে চেয়ে আখি........যেন তোমাকে দেখি
তবু দাঁড়িয়ে থেক।
তবু মনে রেখ
.........কাটাতে যদি করি বিক্ষত
.........ঝরে শোণিত রক্ত
আমার হাসিতে ছল.........তোমার অশ্রুজল
অনেক বাতাস ব'লে........আসলে আবার চলে
জল জমিয়ে রেখ।
তবু মনে রেখ
.........তোমার ভিজে অন্ধকার রাত
.........নাহিবা থাকি সাথ
আমার দুয়ারে আলো........সম্মিলিত কন্ঠভাল
হঠাত দুঃস্বপ্নের ফাঁদে.......তোমার রাত্রি জাগে
আমায় স্বপন দেখ।
তবু মনে রেখ
.........ডেকে যদি দেই অপবাদ
.........মৃত্যুময় অভিশাপ
কলংকিত করি চারিধার.......আসি শতবার
তীব্র দহন তাপে..............যদি আসি ছুটে
বুকেতে আমায় রেখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।