আমাদের কথা খুঁজে নিন

   

কর্তৃপক্ষের প্রতি: সারওয়ার চৌধুরীকে সচল করুন

চাঁদটা গোল হলেই গোল বাধে ভেতরে...!!!

দীর্ঘ পাঁচমাস দেশে থাকার কারণে ব্যবসায়িক ঘাটতি পুষিয়ে নিতে এখন দৌড়ঝাঁপ করতে হচ্ছে বেশি। আর সেকারণেই প্রিয় এই ব্লগে ইচ্ছে থাকা সত্ত্বেও আগের মতো সময় দিতে পারি না। আর তাই সারওয়ার চৌধুরীর ব্লগ যে কতৃপক্ষ অচল করে দিয়েছেন, সেটা জানতে পারি নি। গতকাল সন্ধ্যায় ব্যবসায়িক আলাপের উদ্দেশে সারওয়ার ভাইকে ফোন করলে তিনি জানালেন তাঁকে ব্যান করা হয়েছে। শুনে আমি অবাক হয়েছি।

অবাক হয়েছি একারণে যে, তাঁর লেখা নিয়ে তুমুল তর্ক-বিতর্ক হলেও আজ পর্যন্ত কোনো ব্লগার তাঁকে নিষিদ্ধ করার আবেদন জানান নি। মতপার্থক্য থাকতেই পারে, তাঁর অনেক লেখা এবং মতের সাথে আমি নিজেও সহমত পোষণ করি না। কিন্তু এটা নিঃসন্দেহে দাবি করা যায় যে, ব্লগে তাঁর ভালো লেখার পরিমাণ বেশি। তাঁর পাঠকসংখ্যা উল্লেখযোগ্য। ফোনে তিনি আরও জানালেন, "নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রতিদিন ব্লগ সামনে নিয়ে বসে থাকি, ব্লগের সব লেখা পড়ি।

ভালো লাগে, ছোট্ট এই বাংলাদেশের স্পর্শ নিতে। নিজ দেশের ভাষার মানুষগুলোর সান্নিধ্যে আসতে। " সামহয়্যারইনে আমিই তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রথমে তিনি অনীহা প্রকাশ করলেও এই ব্লগের চেহারা এবং মূলধারার কিছু সাহিত্যিককে ব্লগে দেখে আগ্রহী হন লেখালেখি করতে। গত নয়মাসে তিনি যা লিখেছেন হলফ করে বলা যায় তার মধ্যে মানসম্পন্ন ভালো লেখার পরিমাণ প্রচুর।

দীর্ঘ সাতবছর ধরে জানি, দেখে আসছি এই সারওয়ার চৌধুরীকে। আপাদমস্তক সৎ, নিরপেক্ষ একজন মানুষ। বহুমুখী প্রতিভার অধিকারী, একজন শক্তিশালী লেখক। আর তাই, তাঁর প্রতি আমার পক্ষপাত। তাঁর জন্যে কর্তৃপক্ষের প্রতি আমার এই পোস্ট, আমার অনুরোধ, আমার বিনীত দাবি: সারওয়ার চৌধুরীকে পুনরায় সচল করা হোক!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.