আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববাসীর চোখে বাঙ্গালী জাতি।

mdsakature@yahoo.com

বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দেখা যায় ছোট একটা স্থান দখল করে আছে। তাতে মনটা আমার মোটেও ছোট হয়না, কারন আমাদের বাঙ্গালী জাতির অসীম সাহস আর স্বেচ্ছায় প্রান ত্যাগের মত ঘটনা বিশ্বের কোথাও আছে কি? বিশ্বের কোন জাতি আছে যারা নিজের মায়ের মুখের ভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে প্রান দিয়েছে? তা একমাত্র পেরেছি আমরা বাঙ্গালী জাতি। ভাষার জন্য এ জাতির প্রান ত্যাগের ঘটনায় সেদিন বিশ্ববাসী হতবাক হয়েছিল। আর তাই বংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা। বিশ্বের প্রায় দুইশটিরও বেশি দেশে ২১শে ফেব্রুয়ারীকে একত্রে আন্তর্যাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

এই হলো আমদের ভাষার ইতিহাস। আর ১৯৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধারা পাকিস্থানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিশ্বের মানচিত্রে জন্ম দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের, একটি সবুজ পতাকার। পাকিস্থানীরা আমাদের পূর্ব বাংলার সাধারন মানুষের সম্পদ নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্থানে সম্পদের পাহাড় গড়ে তোলে। বিশেষ করে পশ্চিম পাকিস্থানিদের সাথে পূর্ব পাকিস্থানের সম্পদের তফাৎ ছিলো লক্ষ্য করার মতো। আর বাংলার সাধারন মানুষ যখন তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম শুরু করে তখন পাকিস্থানীরা তাদের দমনের জন্য নানা ষঢ়যন্ত্র শুরু করে।

নানা অন্যায়,অত্যাচারে এদেশের মানুষ অতিষ্ট হয়ে একটি সাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে। শুরু হয় মুক্তিযুদ্ধ। প্রায় দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদের বিনিময়ে বাঙ্গালী জাতি চিনিয়ে আনে বিজয়। সেদিন বিশ্ববাসী বাঙ্গালী জাতির সাহস আর অর্জন দেখে অবাক হয়। সালাম জানাই সেই লাখো মুক্তিযোদ্ধার প্রতি যাদের আত্মত্যাগে পেয়েছি এত সুন্দর স্বাধীন, সার্বভৌম একটি দেশ।

সালাম জানাই সেই ভাষা শহীদদের আত্মার প্রতি যাদের আত্মত্যাগে পেয়েছি বাংলা ভাষা বলার অধিকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.