আমাদের কথা খুঁজে নিন

   

স্টিভ জবস এবং বিশ্ববাসীর জন্য তার অনুপ্রেরণা মূলক কিছু কথা।

"অতি বাড় বেড়োনা, ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়োনা, ছাগলে মুরাবে"

স্টিভ জবস মারা যায় ৫৬ বছর বয়সে। তিনি এই অল্প সময়েই রেখে গেছেন সমগ্র জাঁতির জন্য বিশাল অবদান এবং কর্ম প্রেরণা। তাই আজকে এই পোষ্টে তার কিছু অনুপ্রেরণা মূলক কথা দেখবঃ

Follow Your Heart

প্রথমে আপনি আপনার মনকে বুঝতে চেষ্টা করুন, দেখতে চেষ্টা করুন আপনার মন কি চাইছে, আপনাকে মূলত কি করতে বলছে, কোন পথে চলতে বলছে। আপনি আপনার মনকে গুরত্তদিন, গুরত্তদিন তার দেখানো পথে চলে। তবেই আপনি একদিন হয়ে উঠেতে পারবেন প্রভাবশালী ও ক্ষমতাসম্পন্ন।



ALMOST EVERYTHING–ALL EXTERNAL EXPECTATIONS, ALL PRIDE, ALL FEAR OF EMBARRASSMENT OR FAILURE–THESE THINGS JUST FALL AWAY IN THE FACE OF DEATH, LEAVING ONLY WHAT IS TRULY IMPORTANT. REMEMBERING THAT YOU ARE GOING TO DIE IS THE BEST WAY I KNOW TO AVOID THE TRAP OF THINKING YOU HAVE SOMETHING TO LOSE. YOU ARE ALREADY NAKED. THERE IS NO REASON NOT TO FOLLOW YOUR HEART.

Trust Yourself

বিশ্বাস রাখুন নিজের প্রতি। নিজের সিধান্তের প্রতি। আপনি যদি বিশ্বাস করে থাকেন যে আপনি আপনার কাজের ক্ষেত্র তৈরি করে নেবেন ব্লগের দ্বারা তবে বিশ্বাস রাখুন নিজের প্রতি। কখনো দমে যাবেন নাহ। প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হাঁটবেন না।

দেখবেন একদিন আপনার বিশ্বাসই আপনাকে সঠিক পথের সন্ধান দেবে।

YOU CAN’T CONNECT THE DOTS LOOKING FORWARD; YOU CAN ONLY CONNECT THEM LOOKING BACKWARDS. SO YOU HAVE TO TRUST THAT THE DOTS WILL SOMEHOW CONNECT IN YOUR FUTURE. YOU HAVE TO TRUST IN SOMETHING — YOUR GUT, DESTINY, LIFE, KARMA, WHATEVER. THIS APPROACH HAS NEVER LET ME DOWN, AND IT HAS MADE ALL THE DIFFERENCE IN MY LIFE.



Love What You Do

ভালোবাসুন আপনার লক্ষ্যকে, আপনার ব্লগিং কে। আপনার ব্লগিং এর মাঝে ঢেলে দিন আপনার ভেতরের থাকা সকল আবেগ, কারণ আপনার আবেগ, অনুভূতি, ভালোবাসা , সম্মানই আপনাকে ব্যাপক ভাবে উৎসাহিত করবে আপনার সামনে এগিয়ে চলার প্রতি।

YOUR WORK IS GOING TO FILL A LARGE PART OF YOUR LIFE, AND THE ONLY WAY TO BE TRULY SATISFIED IS TO DO WHAT YOU BELIEVE IS GREAT WORK. AND THE ONLY WAY TO DO GREAT WORK IS TO LOVE WHAT YOU DO.

Go For A Home Run

কখনো আপনার লেখার মান নিয়ে কার্পণ্যতা করবেন না। এতে দেখা যায় আপনি আলসেমি বা কোন বেস্ততার কারণে আপনার লেখার মাঝে কার্পণ্যতা করে তা শুধু মাত্র পাবলিশ করার জন্য লিখেছেন! তবে চিন্তা করে দেখুন আপনার এই কাজটির জন্য আপনার সদ্য পাবলিশ হওয়া নিন্মমানের লেখা অনেকেরই পড়তে হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে আগামীতে তারা ভালো পোস্টেকেও আগের পোষ্টের মতো খারাপ ভেবে ওপেন করে দেখছে না! তাই কিছু লিখতে হলে অবশ্যই সময় নিয়ে ভালোভাবে লিখুন।

হোক না তা মাসে ১ টি! তারপরেও এমন ভাবে লেখুন যেন আপনার পোষ্টের প্রতি তাদের আকর্ষণ প্রতিনিয়তই রয়ে যায়। গণহারে পোষ্ট পাবলিশ করতেই হবে এমন তো আর কোন নিয়ম নেই।

BE A YARDSTICK OF QUALITY. SOME PEOPLE AREN’T USED TO AN ENVIRONMENT WHERE EXCELLENCE IS EXPECTED. ONE HOME RUN IS MUCH BETTER THAN TWO DOUBLES.

Pick Carefully

আপনি বেস্ত? সময় অনেক সংক্ষেপ? তারপরেও আপনার ব্লগে পোষ্ট দেয়া অতান্ত প্রয়োজন? তাহলে আপনার লেখার বিষয় বেছে নিন খুব যত্নসহকারে! এতে করে আপনি আপনার হাতে থাকা সময়ে সঠিক আর্টিকেল লিখতে পাড়বেন, নয়তো দেখা যাবে ১৫ মিনিটের একটি আর্টিকেল এর বিষয় নিয়ে আপনি তা ৫ মিনিটে লিখে পোষ্ট দিয়েছেন। যা কক্ষনোই সঠিক ভাবে পরিপূর্ণ নয়।

PEOPLE THINK FOCUS MEANS SAYING YES TO THE THING YOU’VE GOT TO FOCUS ON. IT MEANS SAYING NO TO THE HUNDRED OTHER GOOD IDEAS THAT THERE ARE. YOU HAVE TO PICK CAREFULLY.

Work Hard To Make It Simple

পরিশ্রম করুন, কঠিন পরিশ্রম।

আপনার কাজকে সহজ করতেই আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ একবার পরিশ্রম করে আপনি যদি আপনার কাজকে সঠিক ভাবে বুঝতে ফেলতে সক্ষম হন, তবে পরবর্তী সময়ে আপনাকে কোন কঠিন পরিশ্রম না করেই এর ফায়দা উঠিয়ে চলতে পাড়বেন।

DESIGN IS NOT JUST WHAT IT LOOKS LIKE AND FEELS LIKE. DESIGN IS HOW IT WORKS. SIMPLE CAN BE HARDER THAN COMPLEX. YOU HAVE TO WORK HARD TO GET YOUR THINKING CLEAN TO MAKE IT SIMPLE.



Steal Great Ideas

বেশি করে পড়ুন। এতে করে আপনার ভেতরের আইডিয়া গুলো, ইচ্ছে শক্তি গুলো আরো ব্যাপক ভাবে প্রসারিত হবে। আপনার কাছে নতুন, নতুন আইডিয়া আসার চেষ্টা করবে।

ঠিক তখনি আপনি আপনার নিজের কাছ থেকেই আইডিয়া গুলো চুরি করার চেষ্টা করুন, চেষ্টা করুন বের করে নিয়ে এসে তা সমগ্র বিশ্ববাসির কাছে তুলে ধরতে।

WE HAVE ALWAYS BEEN SHAMELESS ABOUT STEALING GREAT IDEAS.

Your Goal Isn’t To Make Money

আর হ্যাঁ যে কথাটি সকলেই বলে থাকে তা হচ্ছে “আপনি আপনার লক্ষ্য কক্ষনো টাকা চাই, টাকা চাই ধাঁচের করবেন না। সব সময় চেষ্টা করুন সৃজনশীল কিছু করতে” । টাকাকে তাহলে অবশ্যই কোন না কোনোদিন আপনার কাছে ধরা দিতেই হবে।

APPLE’S GOAL ISN’T TO MAKE MONEY. OUR GOAL IS TO DESIGN AND DEVELOP AND BRING TO MARKET GOOD PRODUCTS. WE TRUST AS A CONSEQUENCE OF THAT, PEOPLE WILL LIKE THEM, AND AS ANOTHER CONSEQUENCE, WE’LL MAKE SOME MONEY.

Don’t Lose Faith

সর্বশেষে আপনাকে বলবো প্লীজ আপনি কখনোই আপনার মনের মাঝে জাগ্রত হওয়া সত্যিকারের বিশ্বাস হারায়েন না।

আমাদের সবচে বড় সমস্যা হচ্ছে আমরা অল্পতেই বিশ্বাস হারাই, অন্তত নিজের উপড় বিশ্বাস। যার ফলে আমরা অন্যদের দ্বারা প্রায় সমই ধোঁকা খেয়ে থাকি।

SOMETIMES LIFE HITS YOU IN THE HEAD WITH A BRICK. DON’T LOSE FAITH.

ধন্যবাদ কষ্ট করে এতোক্ষণ পোষ্টটি পড়ার জন্য। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন…..

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।