আমাদের কথা খুঁজে নিন

   

ভাষার জন্য মহান আত্মত্যাগকারীদের ইতিহাস তুলে ধরুন সারা বিশ্ববাসীর সামনে

আমি সব কিছু সহজভাবে চিন্তা করতে চেষ্টা করি। ১৬ ই ডিসেম্বরে গুগলে ডুডল হিসেবে বাংলাদেশের বিজয় সম্পর্কিত একটি লোগো দেয়ার জন্য অনেকেই গুগল টীমের কাছে মেইল করে অনুরোধ জানিয়েছিল। ফিরতি মেসেজে গুগল আমাদের জানিয়েছিল যে, মাত্র ২-১ দিন আগে জানানোর কারনে গুগল কিছুই করতে পারবে না, কারন গুগলের পরবর্তী প্রায় ২ মাসের প্রোগ্রাম আগে থেকেই তৈরি করা থাকে। তাই ডুডলের জন্য অনুরোধ পাঠাতে হলে অন্তত ২ মাস আগেই পাঠাতে হয়। ২১ ফেব্রুয়ারি আসতে এখনও ৫৪ দিন বাকি।

এখন যদি আমরা সবাই গুগলকে এই ব্যাপারে মেইল করি, তাহলে হয়ত ২১ ফেব্রুয়ারিতে ইন্টারনেট ওপেন করে সারা বিশ্বের মানুষের সাথে আমরাও এরকম কিছু দেখতে পাব পৃথিবীর ১ নাম্বার সার্চ ইঞ্জিনের পেজেঃ তাই প্লিজ আপনারা সবাই এখনি গুগলকে এই ব্যাপারে ই-মেইল পাঠান। দেরি করে পাঠালে বিজয় দিবসের মত এটিও মিস হয়ে যেতে পারে। আর মেসেজ পাঠানোর সময় Doodle টা যেন গ্লোবাল প্লাটফর্মে করে এটিও লিখে দিয়েন(উল্লেখ্য, Doodle দুই ধরনের করা হয়, একটা করা হয় যাতে পুরা বিশ্ববাসী সেটা দেখতে পারে গুগলে গিয়ে, এটা হচ্ছে গ্লোবাল Doodle, আরেকটা Doodle করা হয় সেটা লোকাল। যেমন, গুগল যদি শুধু বাংলাদেশিদের জন্য লোকালভাবে Doodle টা সেট করে, তাহলে সবাই শুধু গুগল বাংলাদেশে গিয়েই Doodle দেখতে পাবে, গুগলে Doodle টা দেখা যাবে না। ) সবার সুবিধার জন্য একটা স্যাম্পল দিলাম : Subject এর ঘরে লিখবেন : Request Google Doodle(Global) for 21 February, International Mother Language Day. মেসেজ বক্সে লিখবেন : Dear Google Team, Bangladesh is the only nation who have the unique history where many of its people sacrificed their lives to restore their mother language as their state language in 21 February, 1952. To honor their unlimited love and respect to the mother language, UNESCO declared this day as International Mother Language day on 17 November, 1999. A Doodle for this event would be a grate tribute for those martyrs of all time and of all nations who laid down their lives for the sake of their mother language. Thank you. With Regards, your name e-mail টি পাঠাতে হবে এই ঠিকানায় কেউ কেউ ডুডলের জন্য মেইলের সাথে নিজের পছন্দের একটি লোগোও পাঠাচ্ছে।

বিভিন্নজনের কাছ থেকে বিভিন্ন রকম লোগো পেয়ে গুগল কনফিউসড হয়ে যেতে পারে যে কিরকম টাইপের লোগো দেয়া উচিৎ। সেজন্য, একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখান থেকে সবার পছন্দের ভিত্তিতে একটি লোগো নির্বাচন করে গুগলকে বলা হবে ঐ লোগোটি দেয়ার জন্য। অনেকেই তাদের ক্রিয়েটিভিটির সাহায্যে কিছু লোগো ডিজাইন করেছে। সেগুলা নিয়েই একটি অ্যালবাম আছে ফেসবুকে। যেই ছবিটা সবচেয়ে ভাল লাগবে, সেটাতে লাইক দেন।

যেই ছবিতে যত বেশি লাইক পরবে-সেটিই নির্বাচন করা হবে। আর আপনাদের কারো কাছে যদি এর চেয়েও ভাল ডিজাইন আইডিয়া থাকে, তাহলে প্লিজ ফেসবুকের ঐ অ্যালবামে আপলোড করেন সর্বোচ্চ ১ দিনের মধ্যে। একটু কষ্ট করে সবাই ২ টা মিনিট ব্যয় করে ২১ ফেব্রুয়ারিকে সারা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য এখনি গুগলকে একটা মেইল পাঠান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.